বরগুনা প্রতিনিধি

বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকলোনি এলাকায় বসবাস করেন। তানভির আহমেদ লিমন তাঁর প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করার লিমন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলের। বরগুনা শহরের সিলভার পূর্তিতে শাহাবুদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন লিমন। অনেক দিন ধরেই দোকানটি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করছিল লিমন। কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি বাবা শাহাবুদ্দিন।
এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টার দিকে লিমন বাবার দোকানে এসে তাঁর বাবাকে আবারও দোকান লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু শাহাবুদ্দিন তাতে অস্বীকৃতি জানালে লিমন তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে মারতে রাস্তায় ফেলে ফেলে দিয়ে স্থান ত্যাগ করে।
এ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাসা থেকে বের হলে লিমন আমাকে গাড়ি চাপা দিতে চায়, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এরপর আমি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তাঁদের পরামর্শে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।’
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকলোনি এলাকায় বসবাস করেন। তানভির আহমেদ লিমন তাঁর প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করার লিমন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলের। বরগুনা শহরের সিলভার পূর্তিতে শাহাবুদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন লিমন। অনেক দিন ধরেই দোকানটি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করছিল লিমন। কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি বাবা শাহাবুদ্দিন।
এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টার দিকে লিমন বাবার দোকানে এসে তাঁর বাবাকে আবারও দোকান লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু শাহাবুদ্দিন তাতে অস্বীকৃতি জানালে লিমন তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে মারতে রাস্তায় ফেলে ফেলে দিয়ে স্থান ত্যাগ করে।
এ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাসা থেকে বের হলে লিমন আমাকে গাড়ি চাপা দিতে চায়, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এরপর আমি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তাঁদের পরামর্শে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।’
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২১ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে