বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামি ইলিয়াস শিকদারকে (৪২) ছিনিয়ে নেন তাঁর আত্মীয়স্বজনেরা। এ হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন এসআই আব্দুস সালাম, এএসআই শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন। এঁদের মধ্যে এএসআই শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় এসআই আব্দুস সালাম বাদী হয়ে ইলিয়াস শিকদার, তাঁর ভাই ফারুক শিকদার, নাছির শিকদার, স্ত্রী রূপালী বেগম, মেয়ে আখিসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা করেছেন।
এ মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে খোন্তাকাটা গ্রামে পুলিশ ইলিয়াসকে গ্রেপ্তার করতে গেলে তিনি আবারও পুলিশের ওপর দা নিয়ে চড়াও হন। তবে এ সময় কেউ হতাহত হননি। ইলিয়াসকে তাঁর বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গাঁজার কলকিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এদিকে পুলিশের ওপর হামলার পরও পালিয়ে না যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। ইলিয়াসের পেছনে ক্ষমতাধর কোনো সিন্ডিকেট রয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
মামলার বাদী এসআই আব্দুস সালাম বলেন, ‘গতকাল বুধবার ইলিয়াসকে গাঁজাসহ ধরে ফেললে, সে আমাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে ইলিয়াসের ভাই, মেয়ে ও আত্মীয়স্বজন আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। এতে আমরা তিনজন আহত হই।’
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইলিয়াস শিকদার দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছে। আমরা চেষ্টা করছিলাম তাকে পুলিশের মাধ্যমে হাতেনাতে ধরার। পুলিশ হাতেনাতে গাঁজাসহ ধরলে পুলিশের ওপর হামলা করে ইলিয়াস ও তার স্বজনরা। শুধু ইলিয়াস নয়, শরণখোলা উপজেলায় আরও অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও বেশি অভিযান চালানোর দাবি জানাচ্ছি।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের ওপর হামলার পরও ইলিয়াস শিকদার পালায়নি। বরং পরে গ্রেপ্তার করতে গেলে সে দা নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। আমরা ৫০ গ্রাম গাঁজা, দাসহ ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করেছি। ইলিয়াসের বিরুদ্ধে মাদক মামলায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’
ওসি মো. ইকরাম হোসেন আরও বলেন, ‘গতকাল এসআই আব্দুস সালাম, এএসআই শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন ইলিয়াসকে ধরতে তার বাড়ির সামনে যায়। এঁদের মধ্যে এসআই আব্দুস সালাম ছাড়া অন্য দুজন সাদাপোশাকে ছিলেন। তাঁরা ইলিয়াস শিকদারকে গাঁজাসহ ধরে ফেলেন। এ সময় ইলিয়াস পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে ইলিয়াসের আত্মীয়স্বজনেরা পুলিশের ওপর হামলা করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় ফিরে এসে মামলা করেন।’

বাগেরহাটের শরণখোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামি ইলিয়াস শিকদারকে (৪২) ছিনিয়ে নেন তাঁর আত্মীয়স্বজনেরা। এ হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন এসআই আব্দুস সালাম, এএসআই শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন। এঁদের মধ্যে এএসআই শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় এসআই আব্দুস সালাম বাদী হয়ে ইলিয়াস শিকদার, তাঁর ভাই ফারুক শিকদার, নাছির শিকদার, স্ত্রী রূপালী বেগম, মেয়ে আখিসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা করেছেন।
এ মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে খোন্তাকাটা গ্রামে পুলিশ ইলিয়াসকে গ্রেপ্তার করতে গেলে তিনি আবারও পুলিশের ওপর দা নিয়ে চড়াও হন। তবে এ সময় কেউ হতাহত হননি। ইলিয়াসকে তাঁর বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গাঁজার কলকিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এদিকে পুলিশের ওপর হামলার পরও পালিয়ে না যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। ইলিয়াসের পেছনে ক্ষমতাধর কোনো সিন্ডিকেট রয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
মামলার বাদী এসআই আব্দুস সালাম বলেন, ‘গতকাল বুধবার ইলিয়াসকে গাঁজাসহ ধরে ফেললে, সে আমাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে ইলিয়াসের ভাই, মেয়ে ও আত্মীয়স্বজন আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। এতে আমরা তিনজন আহত হই।’
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইলিয়াস শিকদার দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছে। আমরা চেষ্টা করছিলাম তাকে পুলিশের মাধ্যমে হাতেনাতে ধরার। পুলিশ হাতেনাতে গাঁজাসহ ধরলে পুলিশের ওপর হামলা করে ইলিয়াস ও তার স্বজনরা। শুধু ইলিয়াস নয়, শরণখোলা উপজেলায় আরও অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও বেশি অভিযান চালানোর দাবি জানাচ্ছি।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের ওপর হামলার পরও ইলিয়াস শিকদার পালায়নি। বরং পরে গ্রেপ্তার করতে গেলে সে দা নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। আমরা ৫০ গ্রাম গাঁজা, দাসহ ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করেছি। ইলিয়াসের বিরুদ্ধে মাদক মামলায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’
ওসি মো. ইকরাম হোসেন আরও বলেন, ‘গতকাল এসআই আব্দুস সালাম, এএসআই শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন ইলিয়াসকে ধরতে তার বাড়ির সামনে যায়। এঁদের মধ্যে এসআই আব্দুস সালাম ছাড়া অন্য দুজন সাদাপোশাকে ছিলেন। তাঁরা ইলিয়াস শিকদারকে গাঁজাসহ ধরে ফেলেন। এ সময় ইলিয়াস পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে ইলিয়াসের আত্মীয়স্বজনেরা পুলিশের ওপর হামলা করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় ফিরে এসে মামলা করেন।’

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৪ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
৪১ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১ ঘণ্টা আগে