চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া বিদ্যাপুকুরে ৩৫টি দেব-দেবীর মূর্তি নিয়ে সরস্বতী পূজা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মায়ের আঁচল পূজা কমিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ বৃহত্তম পূজার আয়োজন করা হয়।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বাণী অর্চনা পূজামণ্ডপ ঘিরে ভক্তদের ঢল ছিল। পূজায় ভক্ত-দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারেন, সে জন্য কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থা নেয়।
মায়ের আঁচল পূজা কমিটির সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সাল থেকে এলাকার ৪২ জন তরুণ যৌথ উদ্যোগের মাধ্যমে পূজাটি পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে এই বিদ্যাপুকুরের সরস্বতী পূজার সুনাম আশপাশের জেলা-উপজেলায় ছড়িয়ে পড়েছে। হাজারো দর্শনার্থী এ পূজা দেখতে আসেন।
এ পূজার মূল আকর্ষণ হলো কমিটির সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুকুরের মধ্যে বিভিন্ন দেব-দেবীর ৩৫টি মূর্তি সঙ্গে নিয়ে পূজা করা। এসব মূর্তির মধ্যে রয়েছে, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী, রাধা-কৃষ্ণ, শিব, কার্তিক, রাম-সীতা অন্যতম।
পূজার দুই মাস আগে থেকে সদস্যদের স্বেচ্ছাশ্রমে চলে মূর্তি তৈরির কাজ। মূর্তির কাঠামো তৈরি, রং করাসহ যাবতীয় কাজ নিজেরা করেন। মূর্তি নির্মাণের প্রধান কারিগর মলয় মণ্ডল। পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতভর ধর্মীয় যাত্রাপালার ব্যবস্থা করেছে কমিটি।
মায়ের আঁচল পূজা কমিটির সভাপতি মিলন কৃষ্ণ মণ্ডল বলেন, বিদ্যাপুকুরের সরস্বতী পূজা এলাকার একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ পূজা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম একটি পূজা হিসেবে পরিগণিত হয়েছে। তিনি সবাইকে পূজা দেখতে আসার আহ্বান জানান।

বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া বিদ্যাপুকুরে ৩৫টি দেব-দেবীর মূর্তি নিয়ে সরস্বতী পূজা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মায়ের আঁচল পূজা কমিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ বৃহত্তম পূজার আয়োজন করা হয়।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বাণী অর্চনা পূজামণ্ডপ ঘিরে ভক্তদের ঢল ছিল। পূজায় ভক্ত-দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারেন, সে জন্য কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থা নেয়।
মায়ের আঁচল পূজা কমিটির সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সাল থেকে এলাকার ৪২ জন তরুণ যৌথ উদ্যোগের মাধ্যমে পূজাটি পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে এই বিদ্যাপুকুরের সরস্বতী পূজার সুনাম আশপাশের জেলা-উপজেলায় ছড়িয়ে পড়েছে। হাজারো দর্শনার্থী এ পূজা দেখতে আসেন।
এ পূজার মূল আকর্ষণ হলো কমিটির সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুকুরের মধ্যে বিভিন্ন দেব-দেবীর ৩৫টি মূর্তি সঙ্গে নিয়ে পূজা করা। এসব মূর্তির মধ্যে রয়েছে, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী, রাধা-কৃষ্ণ, শিব, কার্তিক, রাম-সীতা অন্যতম।
পূজার দুই মাস আগে থেকে সদস্যদের স্বেচ্ছাশ্রমে চলে মূর্তি তৈরির কাজ। মূর্তির কাঠামো তৈরি, রং করাসহ যাবতীয় কাজ নিজেরা করেন। মূর্তি নির্মাণের প্রধান কারিগর মলয় মণ্ডল। পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতভর ধর্মীয় যাত্রাপালার ব্যবস্থা করেছে কমিটি।
মায়ের আঁচল পূজা কমিটির সভাপতি মিলন কৃষ্ণ মণ্ডল বলেন, বিদ্যাপুকুরের সরস্বতী পূজা এলাকার একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ পূজা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম একটি পূজা হিসেবে পরিগণিত হয়েছে। তিনি সবাইকে পূজা দেখতে আসার আহ্বান জানান।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
২ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৮ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৯ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৬ মিনিট আগে