নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলছে ‘নগর ভবন ব্লকেড’। অবরুদ্ধ নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় এই ব্লকেড কর্মসূচি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়। এক পর্যায়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এতে নগর ভবন ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।
নগর ভবন অবরুদ্ধ করায় গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। নাগরিক সেবাও ব্যাহত রয়েছে। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘দফা এক দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তাঁরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল রোববার বিক্ষোভকারীরা এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ৷ তাঁরা বলেন, নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রাখতে আজ সোমবার তাঁরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাঁরা আরও বলেন, মেয়র ছাড়া নগর ভবনের কোনো কার্যক্রম চলবে না। ইশরাককে শপথ দেওয়ার আগ পর্যন্ত নগর ভবনের একটি তালাও খুলবে না।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন গত বুধবার থেকে চলছে। আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলছে ‘নগর ভবন ব্লকেড’। অবরুদ্ধ নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় এই ব্লকেড কর্মসূচি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়। এক পর্যায়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এতে নগর ভবন ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।
নগর ভবন অবরুদ্ধ করায় গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। নাগরিক সেবাও ব্যাহত রয়েছে। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘দফা এক দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তাঁরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল রোববার বিক্ষোভকারীরা এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ৷ তাঁরা বলেন, নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রাখতে আজ সোমবার তাঁরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাঁরা আরও বলেন, মেয়র ছাড়া নগর ভবনের কোনো কার্যক্রম চলবে না। ইশরাককে শপথ দেওয়ার আগ পর্যন্ত নগর ভবনের একটি তালাও খুলবে না।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন গত বুধবার থেকে চলছে। আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৮ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে