নিজস্ব প্রতিবেদক

ঢাকা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরই মধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করানো হবে। সব পরীক্ষা শেষ হতে আরও দুই একদিন সময় লাগবে।
আজ বুধবার এ খবর জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা। তাঁরা বলছেন, সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে পরিস্থিতি বিবেচনায় তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতেই ম্যাডামের (খালেদা জিয়া) কিছু পরীক্ষা করানো হয়েছে। আজ বুধবার এবং আগামিকাল (বৃহস্পতিবার) আরও কিছু পরীক্ষা করানো হবে। এর মধ্যে করোনার পরীক্ষাও থাকবে। যে কারণে তাঁর বাড়ি ফিরতে একটু বিলম্ব হচ্ছে।’
খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে ডা. জাহিদ বলেন, ‘তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। কিছু পরীক্ষার ফলও পাওয়া গেছে। তাতে ম্যাডাম বড় কোনো জটিলতা ধরা পড়েনি।’
খালেদা জিয়াকে মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছিল আগের মত পরীক্ষা-নিরীক্ষা শেষে গুলশানের বাসা 'ফিরোজা'র পথ ধরবেন তিনি। তবে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন চিকিৎসকদলের সদস্যরা। চিকিৎসকদলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী এসময় সাংবাদিকদের বলেন, 'তাঁকে (খালেদা জিয়া) অস্থায়ীভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
এর আগে গত ১৫ এপ্রিল সিটিস্ক্যান করাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে। সে সময় সিটিস্ক্যান প্রতিবেদনে করোনার মৃদু সংক্রমণ ধরা পড়ে। সেদিন রাতেই পরিবারের সদস্যদের সাথে চিকিৎসকরা আলোচনায় বসেন। অনলাইনে আলোচনায় অংশ নেন লন্ডনে অবস্থান করা খালেদা জিয়ার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান। রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

ঢাকা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরই মধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করানো হবে। সব পরীক্ষা শেষ হতে আরও দুই একদিন সময় লাগবে।
আজ বুধবার এ খবর জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা। তাঁরা বলছেন, সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে পরিস্থিতি বিবেচনায় তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতেই ম্যাডামের (খালেদা জিয়া) কিছু পরীক্ষা করানো হয়েছে। আজ বুধবার এবং আগামিকাল (বৃহস্পতিবার) আরও কিছু পরীক্ষা করানো হবে। এর মধ্যে করোনার পরীক্ষাও থাকবে। যে কারণে তাঁর বাড়ি ফিরতে একটু বিলম্ব হচ্ছে।’
খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে ডা. জাহিদ বলেন, ‘তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। কিছু পরীক্ষার ফলও পাওয়া গেছে। তাতে ম্যাডাম বড় কোনো জটিলতা ধরা পড়েনি।’
খালেদা জিয়াকে মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছিল আগের মত পরীক্ষা-নিরীক্ষা শেষে গুলশানের বাসা 'ফিরোজা'র পথ ধরবেন তিনি। তবে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন চিকিৎসকদলের সদস্যরা। চিকিৎসকদলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী এসময় সাংবাদিকদের বলেন, 'তাঁকে (খালেদা জিয়া) অস্থায়ীভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
এর আগে গত ১৫ এপ্রিল সিটিস্ক্যান করাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে। সে সময় সিটিস্ক্যান প্রতিবেদনে করোনার মৃদু সংক্রমণ ধরা পড়ে। সেদিন রাতেই পরিবারের সদস্যদের সাথে চিকিৎসকরা আলোচনায় বসেন। অনলাইনে আলোচনায় অংশ নেন লন্ডনে অবস্থান করা খালেদা জিয়ার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান। রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১৫ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে