Ajker Patrika

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রথম সভা আজ শিশু একাডেমিতে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১১: ১৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘোষণার দেড় মাস পর অবশেষে শুরু হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ। আজ রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় শুরু হবে সভা। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু একাডেমিতে আমাদের কার্যালয় নির্ধারণ হয়েছে। বৈঠকে সদস্যদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

নারী বিষয়ক সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করবে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’। কমিশনের কার্যপ্রক্রিয়াতে বলা হয়েছে, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

কমিশনের একাধিক সদস্য জানান, সংস্কার কমিশনের ঘোষণা দেওয়ার পর কমিশন গঠনে লেগে গেছে এক মাস। কমিশন গঠন করে প্রজ্ঞাপন এলেও কোথায় কার্যালয় হবে সেই সিদ্ধান্ত আসে আরও আট দশ দিন পরে। এ কারণে সদস্যরা চাইলেও আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারেননি।

সংস্কার কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আর কমিটির সদস্যরা প্রতিটি সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়জিতরা ৫ হাজার টাকা এবং অন্যরা ১০ হাজার টাকা সম্মানী পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য দায়িত্ব পালনের জন্য বেতন বা অন্য কোনো সুযোগ-সুবিধা না নিতে চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।

গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। এরপর গত ১৭ অক্টোবর নারী বিষয়ক সংস্কার কমিশনসহ চারটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর এক মাস পর গত ১৮ নভেম্বর এই চারটিসহ মোট পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হয়। বাকি কমিশনগুলো হলো, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত