নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল টানা পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে। গত ২৮ মে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় এ অচলাবস্থা শুরু হয়। ফলে প্রতিদিনই শত শত রোগী বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন।
আজ রোববারও হাসপাতালে চিকিৎসা সেবা চালু হয়নি। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ এসেছেন নতুন করে চোখের চিকিৎসা নিতে, কেউ ফলোআপের জন্য, আবার কেউবা অপারেশনের নির্ধারিত তারিখে। কিন্তু চিকিৎসক ও নার্স না থাকায় কাউকেই সেবা দেওয়া যাচ্ছে না।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও আমাদের ফিরে যেতে হচ্ছে। অনেকেই জানিয়েছেন, তারা দূর-দুরান্ত থেকে এসে খালি হাতে ফিরে গেছেন। এ অবস্থায় শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোগীদের আশপাশের সরকারি হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা কাজে ফিরতে রাজি নন। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করছি। চিকিৎসাসেবা দ্রুত চালুর চেষ্টা চলছে।’
অচলাবস্থা কাটাতে গত শুক্রবার এক বৈঠকে বসেন কয়েকজন সচিব, হাসপাতাল কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিরা। তবে ওই বৈঠকেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
এদিকে, সংঘর্ষে আহত কোরবান বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন। তিনি বলেন, ‘হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ। বাইরে থেকে খাবার ও ওষুধ আনতে হচ্ছে। শনিবার দুপুরেও চিকিৎসা চালুর বিষয়ে বৈঠক হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।’

ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল টানা পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে। গত ২৮ মে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় এ অচলাবস্থা শুরু হয়। ফলে প্রতিদিনই শত শত রোগী বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন।
আজ রোববারও হাসপাতালে চিকিৎসা সেবা চালু হয়নি। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ এসেছেন নতুন করে চোখের চিকিৎসা নিতে, কেউ ফলোআপের জন্য, আবার কেউবা অপারেশনের নির্ধারিত তারিখে। কিন্তু চিকিৎসক ও নার্স না থাকায় কাউকেই সেবা দেওয়া যাচ্ছে না।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও আমাদের ফিরে যেতে হচ্ছে। অনেকেই জানিয়েছেন, তারা দূর-দুরান্ত থেকে এসে খালি হাতে ফিরে গেছেন। এ অবস্থায় শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোগীদের আশপাশের সরকারি হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা কাজে ফিরতে রাজি নন। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করছি। চিকিৎসাসেবা দ্রুত চালুর চেষ্টা চলছে।’
অচলাবস্থা কাটাতে গত শুক্রবার এক বৈঠকে বসেন কয়েকজন সচিব, হাসপাতাল কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিরা। তবে ওই বৈঠকেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
এদিকে, সংঘর্ষে আহত কোরবান বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন। তিনি বলেন, ‘হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ। বাইরে থেকে খাবার ও ওষুধ আনতে হচ্ছে। শনিবার দুপুরেও চিকিৎসা চালুর বিষয়ে বৈঠক হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে