ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তাঁরা সংঘর্ষে জড়ান। এ সময় তিরধনুক ও হাতবোমা ব্যবহার করে একে অপরের প্রতি আক্রমণ করেন। এতে আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার রাতে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হরিপুর, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ৪০টি ঘর পুড়ে যায়। লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার। সংঘর্ষের পরপরই হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলাকায় ১৪৪ ধারা জারি করেন। তবে আজ রাত ৮টার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া গ্রামের প্রায় ১ একর ১ বিঘা জমি ও একটি বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াসিন (৪৫) ও মাহতাব (৩৫) নামের দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল থেকে ওই বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুর ইসলাম (৫০), মুজিবর ও মোহাম্মদ আলী। তাঁদের প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী মোজাফফর হোসেন বলেন, ‘আমার ঘরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। আমার স্ত্রীর গলায় ছুরি ধরে আলমারি থেকে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল।’
হরিপুরের ইউএনও আরিফুজ্জামান বলেন, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তাঁরা সংঘর্ষে জড়ান। এ সময় তিরধনুক ও হাতবোমা ব্যবহার করে একে অপরের প্রতি আক্রমণ করেন। এতে আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার রাতে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হরিপুর, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ৪০টি ঘর পুড়ে যায়। লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার। সংঘর্ষের পরপরই হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলাকায় ১৪৪ ধারা জারি করেন। তবে আজ রাত ৮টার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া গ্রামের প্রায় ১ একর ১ বিঘা জমি ও একটি বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াসিন (৪৫) ও মাহতাব (৩৫) নামের দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল থেকে ওই বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুর ইসলাম (৫০), মুজিবর ও মোহাম্মদ আলী। তাঁদের প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী মোজাফফর হোসেন বলেন, ‘আমার ঘরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। আমার স্ত্রীর গলায় ছুরি ধরে আলমারি থেকে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল।’
হরিপুরের ইউএনও আরিফুজ্জামান বলেন, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে