ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তাঁরা সংঘর্ষে জড়ান। এ সময় তিরধনুক ও হাতবোমা ব্যবহার করে একে অপরের প্রতি আক্রমণ করেন। এতে আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার রাতে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হরিপুর, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ৪০টি ঘর পুড়ে যায়। লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার। সংঘর্ষের পরপরই হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলাকায় ১৪৪ ধারা জারি করেন। তবে আজ রাত ৮টার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া গ্রামের প্রায় ১ একর ১ বিঘা জমি ও একটি বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াসিন (৪৫) ও মাহতাব (৩৫) নামের দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল থেকে ওই বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুর ইসলাম (৫০), মুজিবর ও মোহাম্মদ আলী। তাঁদের প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী মোজাফফর হোসেন বলেন, ‘আমার ঘরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। আমার স্ত্রীর গলায় ছুরি ধরে আলমারি থেকে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল।’
হরিপুরের ইউএনও আরিফুজ্জামান বলেন, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তাঁরা সংঘর্ষে জড়ান। এ সময় তিরধনুক ও হাতবোমা ব্যবহার করে একে অপরের প্রতি আক্রমণ করেন। এতে আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার রাতে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হরিপুর, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ৪০টি ঘর পুড়ে যায়। লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার। সংঘর্ষের পরপরই হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলাকায় ১৪৪ ধারা জারি করেন। তবে আজ রাত ৮টার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া গ্রামের প্রায় ১ একর ১ বিঘা জমি ও একটি বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াসিন (৪৫) ও মাহতাব (৩৫) নামের দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল থেকে ওই বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুর ইসলাম (৫০), মুজিবর ও মোহাম্মদ আলী। তাঁদের প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী মোজাফফর হোসেন বলেন, ‘আমার ঘরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। আমার স্ত্রীর গলায় ছুরি ধরে আলমারি থেকে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল।’
হরিপুরের ইউএনও আরিফুজ্জামান বলেন, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩৯ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে