
গত ২৪ ঘণ্টায় ঢাকা ব্যতীত দেশের সাত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিভাগগুলোর স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গিয়েছে।
বিভিন্ন বিভাগের পাওয়া তথ্য থেকে জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭১ জন। আজ সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন সিলেটের, দুজন সুনামগঞ্জের ও অপরজন হবিগঞ্জের বাসিন্দা।
এদিকে খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জনের।
অপরদিকে বরিশালে করোনার তথ্য বিশ্লেষণে দেখ যায়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ও মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এদের সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা পজিটিভ হয়ে আরও তিনজন মারা গেছেন। বরিশালে একদিনে ৫৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
করোনায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে আগের দিন ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২৩ জন। নতুন ২১ মৃত্যু নিয়ে বিভাগে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জনে। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নাটোরে ৬ জন। এ ছাড়া বগুড়ায় ৪ জন, জয়পুরহাট, রাজশাহী ও পাবনায় ৩ জন করে এবং নওগাঁয় ২ জন মারা গেছেন।
অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন। একই সময়ে সর্বোচ্চ ২৩০০ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ শতাংশ।
আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ব্যতীত দেশের সাত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিভাগগুলোর স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গিয়েছে।
বিভিন্ন বিভাগের পাওয়া তথ্য থেকে জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭১ জন। আজ সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন সিলেটের, দুজন সুনামগঞ্জের ও অপরজন হবিগঞ্জের বাসিন্দা।
এদিকে খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জনের।
অপরদিকে বরিশালে করোনার তথ্য বিশ্লেষণে দেখ যায়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ও মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এদের সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা পজিটিভ হয়ে আরও তিনজন মারা গেছেন। বরিশালে একদিনে ৫৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
করোনায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে আগের দিন ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২৩ জন। নতুন ২১ মৃত্যু নিয়ে বিভাগে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জনে। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নাটোরে ৬ জন। এ ছাড়া বগুড়ায় ৪ জন, জয়পুরহাট, রাজশাহী ও পাবনায় ৩ জন করে এবং নওগাঁয় ২ জন মারা গেছেন।
অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন। একই সময়ে সর্বোচ্চ ২৩০০ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ শতাংশ।
আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
১ ঘণ্টা আগে