নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খেতে গিয়ে মাদক কারবারিদের কাছে ট্রেজার গান (ইলেকট্রিক শক দেওয়ার মেশিন) নজরে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। সেই টেজার গান দেখতে চাওয়া নিয়ে তাৎক্ষণিক ধস্তাধস্তিতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে ঘটনার দিন রাতে এবং পরে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আটজন হলেন রাব্বী, মেহেদী, পাভেল, রিপন, সোহাগ, রবিন, হৃদয় ও সুজন সরদার। গ্রেপ্তার আসামিদের মধ্যে দুজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মেহেদীর সাহায্যে সোহারাওয়ার্দী উদ্যানে তিন নেতার মাজারের পাশ থেকে মাটিচাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইস গিয়ার চাকু উদ্ধার করেছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ড ‘তাৎক্ষণিকভাবে’ ঘটে যাওয়া ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিরা রিমান্ডে আছে জানিয়ে নেপথ্যের কারণ জানার ‘চেষ্টা করবেন’ বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঘটনাটি ‘গুরুত্বের’ সঙ্গে নিয়ে পুলিশের নানা তৎপরতার কথা তুলে ধরেন কমিশনার। জানানো হয়, গত সোমবার সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে আদালতে হাজির করলে রিমান্ডে পায় ডিবি। সেদিন রিপন আদালতে দোষ ‘স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন এবং সুজন সরকারকে কারাগারে পাঠান আদালত। গতকাল গ্রেপ্তার নাহিদ হাসান পাপেল ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আর রাব্বী এবং মেহেদীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তবে সাম্য হত্যার ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে করছেন তাঁর বড় ভাই সরদার আমিরুল ইসলাম সাগর। হত্যাকাণ্ডের ‘কারণ’ না জানতে পেরে ডিএমপি মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের কাছে হতাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমরা আশাবাদী ছিলাম, কিন্তু পুলিশের কর্মকাণ্ডে হতাশ। কী কারণে মারল, মোটিভটা কী?’
১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খেতে গিয়ে মাদক কারবারিদের কাছে ট্রেজার গান (ইলেকট্রিক শক দেওয়ার মেশিন) নজরে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। সেই টেজার গান দেখতে চাওয়া নিয়ে তাৎক্ষণিক ধস্তাধস্তিতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে ঘটনার দিন রাতে এবং পরে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আটজন হলেন রাব্বী, মেহেদী, পাভেল, রিপন, সোহাগ, রবিন, হৃদয় ও সুজন সরদার। গ্রেপ্তার আসামিদের মধ্যে দুজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মেহেদীর সাহায্যে সোহারাওয়ার্দী উদ্যানে তিন নেতার মাজারের পাশ থেকে মাটিচাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইস গিয়ার চাকু উদ্ধার করেছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ড ‘তাৎক্ষণিকভাবে’ ঘটে যাওয়া ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিরা রিমান্ডে আছে জানিয়ে নেপথ্যের কারণ জানার ‘চেষ্টা করবেন’ বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঘটনাটি ‘গুরুত্বের’ সঙ্গে নিয়ে পুলিশের নানা তৎপরতার কথা তুলে ধরেন কমিশনার। জানানো হয়, গত সোমবার সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে আদালতে হাজির করলে রিমান্ডে পায় ডিবি। সেদিন রিপন আদালতে দোষ ‘স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন এবং সুজন সরকারকে কারাগারে পাঠান আদালত। গতকাল গ্রেপ্তার নাহিদ হাসান পাপেল ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আর রাব্বী এবং মেহেদীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তবে সাম্য হত্যার ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে করছেন তাঁর বড় ভাই সরদার আমিরুল ইসলাম সাগর। হত্যাকাণ্ডের ‘কারণ’ না জানতে পেরে ডিএমপি মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের কাছে হতাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমরা আশাবাদী ছিলাম, কিন্তু পুলিশের কর্মকাণ্ডে হতাশ। কী কারণে মারল, মোটিভটা কী?’
১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে