Ajker Patrika

সাঁতার শিখতে গিয়ে ইডেন কলেজের পুকুরে ডুবে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭: ১০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তারের (১৮) মৃত্যু হয়েছে। সানজিদা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ইডেন কলেজের পুকুরে ডুবে যান ওই ছাত্রী। দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ইডেন কলেজের ছাত্রীরা। সেখানে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সানজিদাকে হাসপাতালে নিয়ে আসা মোহনা ইসলাম নামে ইডেনের ফিন্যান্স বিভাগের এক ছাত্রী জানান, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজার চম্পাতলী এলাকায়। তাঁদের বাসায় গিয়ে পড়ান মোহনা। আজ সকালে তাঁরা ফোনে যোগাযোগ করে একসঙ্গে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন।

ওই শিক্ষার্থী আরও জানান, সকালে ইডেন কলেজের ভেতর ঢুকে দুজনই পুকুরে নামেন। পুকুরের পাড় বাঁধা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে ডুবে যান সানজিদা। তখন মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কর্মচারীরা এসে সানজিদাকে পানি থেকে তোলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত