
রোববার হেফাজতের সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়টি মামলা করা হয়েছে৷ প্রত্যেক মামলায় ২৫-৩০ জনের নাম সহ অজ্ঞাত আরও ৪-৫’শ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং ব়্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সোমবার রাতে মামলাগুলো রুজু করা হয়েছে। নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ব়্যাব ও পুলিশের পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। অপর একটি মামলা সরকারি কাজে বাঁধা দিয়ে পুলিশের উপর হামলা ও আহত করার অভিযোগে করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। তবে ব়্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, রোববার হেফাজতের ডাকা হরতালে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা শহরগুলো স্বাভাবিক ছিল। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত হরতাল সমর্থকদের দখলে ছিল। তারা এই মহাসড়কে রীতিমতো তাণ্ডব চালায়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে প্রায় ১৮টি যানবাহনে আগুন দেওয়া হয়। একইভাবে নির্বিচারে চলে ভাঙচুর।
আরও জানা যায়, হরতালের সময় দফায় দফায় বিজিবি-পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এসময় হরতাল সমর্থনকারীরা অন্তত ১২ জন সাংবাদিককে মারধর ও দু’টি মিডিয়ার গাড়ি ভাঙচুর করে৷ মহাসড়কটি ভোর থেকে রাত পর্যন্ত হরতাল সমর্থকদের দখলে ছিল।
পুলিশের তথ্য মতে, হরতালের সময় ১৮টি ট্রাক, বাস, কাভার্ড ভ্যানে আগুন, যানবাহনে ভাঙচুর, সাংবাদিকদের মারধর করেছে হরতাল সমর্থনকারীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪ হাজার রাউন্ড গুলি (রাবার, সিসা, চাইনিজ রাইফেল) ছুড়েছে পুলিশ। প্রায় ১’শ থেকে দেড়শ কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়।

রোববার হেফাজতের সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়টি মামলা করা হয়েছে৷ প্রত্যেক মামলায় ২৫-৩০ জনের নাম সহ অজ্ঞাত আরও ৪-৫’শ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং ব়্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সোমবার রাতে মামলাগুলো রুজু করা হয়েছে। নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ব়্যাব ও পুলিশের পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। অপর একটি মামলা সরকারি কাজে বাঁধা দিয়ে পুলিশের উপর হামলা ও আহত করার অভিযোগে করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। তবে ব়্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, রোববার হেফাজতের ডাকা হরতালে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা শহরগুলো স্বাভাবিক ছিল। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত হরতাল সমর্থকদের দখলে ছিল। তারা এই মহাসড়কে রীতিমতো তাণ্ডব চালায়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে প্রায় ১৮টি যানবাহনে আগুন দেওয়া হয়। একইভাবে নির্বিচারে চলে ভাঙচুর।
আরও জানা যায়, হরতালের সময় দফায় দফায় বিজিবি-পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এসময় হরতাল সমর্থনকারীরা অন্তত ১২ জন সাংবাদিককে মারধর ও দু’টি মিডিয়ার গাড়ি ভাঙচুর করে৷ মহাসড়কটি ভোর থেকে রাত পর্যন্ত হরতাল সমর্থকদের দখলে ছিল।
পুলিশের তথ্য মতে, হরতালের সময় ১৮টি ট্রাক, বাস, কাভার্ড ভ্যানে আগুন, যানবাহনে ভাঙচুর, সাংবাদিকদের মারধর করেছে হরতাল সমর্থনকারীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪ হাজার রাউন্ড গুলি (রাবার, সিসা, চাইনিজ রাইফেল) ছুড়েছে পুলিশ। প্রায় ১’শ থেকে দেড়শ কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২ ঘণ্টা আগে