
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
ছাত্রদলে যাওয়া নেতাদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজিব সরকার, সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ইয়াসির আরাফাত ইশান, সাবেক মুখপাত্র টি এম মুশফিক সাদ, সাবেক জ্যেষ্ঠ মুখ্য সংগঠক জুবাইর আল ইসলাম সেজান, সাবেক সদস্যসচিব রাহাত তালুকদার, সাবেক যুগ্ম সদস্যসচিব মোহাইমেন তামিম, সাবেক সহমুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা, সাবেক যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান সাবিত, সাবেক যুগ্ম আহ্বায়ক মুমিত হাসান, সাকিব ও সাব্বির খন্দকার এবং সাবেক সংগঠক সাদমান জাহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজিব সরকার বলেন, ‘সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করে গেছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল। দীর্ঘদিন ধরে তারা গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখছে। হামলা-মামলার শিকার হলেও তারা আন্দোলন চালিয়ে গেছে। তাই আমরা বিএনপির হাত ধরে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘একটি বড় রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে আসায় তাঁদের স্বাগত জানাই। তাঁরা যেকোনো আন্দোলনে ভূমিকা রাখতে সক্ষম। আমরা পরামর্শ দিয়েছি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেন তাঁরা আচরণবিধি মেনে চলেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন, তাঁদের একাংশ আজ বিএনপির পতাকাতলে এসেছেন। আমি তাঁদের দল ও নিজের পক্ষ থেকে স্বাগত জানাই।’

পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৪ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় দিনদুপুরে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ডাকসু নির্বাচনের সময় মিছিল করার মতো ৫০ জনও পাইনি, কিন্তু ভোটের দিন ১১ হাজার শিক্ষার্থী পেয়েছিলাম। ঠিক সেভাবেই দশমিনা-গলাচিপার মানুষ ট্রাক মার্কাকে বিজয়ী করে নতুন ইতিহাস গড়বেন।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার....
২১ মিনিট আগে