Ajker Patrika

শাল্লার ঘটনার মামলায় নতুন দুটি ধারা যুক্ত করল পুলিশ

প্রতিনিধি, সুনামগঞ্জ
শাল্লার ঘটনার মামলায় নতুন দুটি ধারা যুক্ত করল পুলিশ

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু-পল্লীতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় হওয়া দুই মামলায় আরও দুটি ধারা যুক্ত করা হয়েছে। প্রথমে যে ধারায় মামলা হয়েছিল তাকে আইনজীবীরা ‘অতি-দুর্বল এবং অপরাধী রক্ষার মামলা’ আখ্যা দেন। পরে গতকাল দুটি মামলায়ই দণ্ডবিধির ৫০৫ (ক) এবং ৩৮২ সংযোজন করে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার শাল্লার নোয়াগাঁও গ্রামের হিন্দু-পল্লীতে ৮৮ বাড়ি ও ৫টি মন্দির ভাংচুর করা হয়। এলাকাবাসী বলছেন,  হেফাজত নেতা মামুনুল হকের সমর্থকরা এ হামলা চালিয়েছে। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মামুনুল হককে কটাক্ষ করায় এ হামলা হয়েছে বলেও ধারণা তাঁদের। ফেসবুক লাইভেও হামলাকারীরা হামলার কথা স্বীকার করেছে।

১৮ তারিখের এ ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মজুমদার বকুল। এ মামলার নামসহ ৮০ এবং অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জনকে আসামী করা হয়েছে। পুলিশের উপ পরিদর্শক মো. আব্দুল করিম বাদী হয়ে করা মামলার আসামী অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জন। মামলা দুটির ধারা যথাক্রমে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৪২৭/২৯৫/৫০৬, ৩৪ এবং ১৪৩, ৪৪৭/ ৪৪৮/ ৩৭৯/৩৮০/২৯৫/৪২৭, ৩৪।

মামলা হওয়ার সময় পুলিশ বলেছিল প্রয়োজনে নতুন ধারা যুক্ত করা হবে। এই কথা অনুযায়ী আইনজীবীদের সমালোচনার পর দণ্ডবিধির ৫০৫ এ এবং ৩৮২ ধারা যুক্ত হল। ৫০৫ (ক) ধারায় উসকানির কথা বলা আছে। মৌখিক এবং লিখিত উভয় প্রকার উসকানি এ ধারায় পড়বে। ৩৮২ ধারায় পড়বে চুরি, লুটপাট।

উল্লেখ্য, এ পর্যন্ত মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত