নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁর আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাঁদের দাবি দাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল–বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পরলে, তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা সড়কেই ছিলেন।
সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছাড়ার ঘোষণা দেন। তবে এর আগে তাঁরা রোববারের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বৈঠক চলছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্ব শরীরে ক্লাস শুরু হয়েছে। গুটি কয়েক শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষার্থী ইউআইইউ এর নয়।
তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁর আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাঁদের দাবি দাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল–বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পরলে, তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা সড়কেই ছিলেন।
সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছাড়ার ঘোষণা দেন। তবে এর আগে তাঁরা রোববারের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বৈঠক চলছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্ব শরীরে ক্লাস শুরু হয়েছে। গুটি কয়েক শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষার্থী ইউআইইউ এর নয়।
তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে