নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত চারজন হলেন আব্দুল্লাহ আল নোমান, মো. পাভেল, আব্দুল মতিন ও অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক যুবক।
আজ দুপুরের দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিহত হন। মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মো. পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও তাঁর সহকারী এবং অটোরিকশাচালকও পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, ফকিরাপুলে রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক আব্দুল মতিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুরে।
এদিকে গতকাল রাতে রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা–পুলিশ। অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত চারজন হলেন আব্দুল্লাহ আল নোমান, মো. পাভেল, আব্দুল মতিন ও অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক যুবক।
আজ দুপুরের দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিহত হন। মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মো. পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও তাঁর সহকারী এবং অটোরিকশাচালকও পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, ফকিরাপুলে রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক আব্দুল মতিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুরে।
এদিকে গতকাল রাতে রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা–পুলিশ। অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২২ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে