নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহত অন্তত ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার বই (রোগীর তথ্য বই) থেকে এ তথ্য মিলেছে। তবে প্রকৃত আহতের সংখ্যা এর চেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। কারণ অনেকে হাসপাতালের বদলে স্থানীয় চিকিৎসকের কাছে গেছেন।
আহতদের বেশির ভাগই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গরুর হাড় কাটতে গিয়ে নাজমুল হক (৪৪) নামের এক ব্যক্তির বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল চাপাতির কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাজমুল সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী হাটের সমসের আলীর ছেলে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশু জবাই ও মাংস কাটতে গিয়ে মৌসুমি কিছু কসাই ও পরিবারের সদস্যরা হাতে-পায়ে ধারালো ছুরির আঘাতে আহত হন। তাঁদের মধ্যে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে ৩৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে শহরের কয়ানিজপাড়ার মাসুম মিয়া জানান, কাঠের গুঁড়িতে মাংস রেখে কাটার সময় পায়ে কোপ পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পায়ে সেলাই দেওয়া হয়েছে। চিরিরবন্দর উপজেলার চৌধুরী হাটের নাজমুল হক জানান, দুপুরে কোরবানি দেওয়ার পর গরুর মাংস কাটার সময় অসাবধানতাবশত চাপাতির কোপে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে চিকিৎসা নিতে হয়েছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাইয়ুল কবির আজকের পত্রিকাকে জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৩৯ জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন। তাঁরা সবাই কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকিদের কারও অবস্থাই গুরুতর নয় বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছাড়া একই দিনে বিভিন্ন স্থানে মোটরসাইকেল, অটোরিকশা থেকে পড়ে গিয়ে ১৫ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহত অন্তত ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার বই (রোগীর তথ্য বই) থেকে এ তথ্য মিলেছে। তবে প্রকৃত আহতের সংখ্যা এর চেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। কারণ অনেকে হাসপাতালের বদলে স্থানীয় চিকিৎসকের কাছে গেছেন।
আহতদের বেশির ভাগই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গরুর হাড় কাটতে গিয়ে নাজমুল হক (৪৪) নামের এক ব্যক্তির বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল চাপাতির কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাজমুল সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী হাটের সমসের আলীর ছেলে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশু জবাই ও মাংস কাটতে গিয়ে মৌসুমি কিছু কসাই ও পরিবারের সদস্যরা হাতে-পায়ে ধারালো ছুরির আঘাতে আহত হন। তাঁদের মধ্যে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে ৩৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে শহরের কয়ানিজপাড়ার মাসুম মিয়া জানান, কাঠের গুঁড়িতে মাংস রেখে কাটার সময় পায়ে কোপ পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পায়ে সেলাই দেওয়া হয়েছে। চিরিরবন্দর উপজেলার চৌধুরী হাটের নাজমুল হক জানান, দুপুরে কোরবানি দেওয়ার পর গরুর মাংস কাটার সময় অসাবধানতাবশত চাপাতির কোপে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে চিকিৎসা নিতে হয়েছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাইয়ুল কবির আজকের পত্রিকাকে জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৩৯ জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন। তাঁরা সবাই কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকিদের কারও অবস্থাই গুরুতর নয় বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছাড়া একই দিনে বিভিন্ন স্থানে মোটরসাইকেল, অটোরিকশা থেকে পড়ে গিয়ে ১৫ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২১ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৭ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে