সম্পাদকীয়
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে এখন যে স্টেডিয়ামটি রয়েছে সেটির বয়স ৭১ বছর। যখন ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল, সেই ১৯৫৪ সালে নির্মাণ করা হয় অন্যতম প্রাচীন এই ক্রীড়া স্থাপনা। এর আগে এখানে ছিল ঢাকা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। শুরুতে এটি ঢাকা স্টেডিয়াম হিসেবেই পরিচিতি পায়। পরে ঢাকা জাতীয় স্টেডিয়াম বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নাম রাখা হয়। স্টেডিয়ামের মাঠটি প্রথমে ক্রিকেটের জন্য তৈরি করা হলেও পরে ২০০৪-০৫ মৌসুম থেকে ফুটবলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ১৯৭৮ সালে বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলী এই স্টেডিয়ামে একটি প্রদর্শনী বক্সিং ম্যাচ খেলেছিলেন ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরের সঙ্গে। বর্তমানে স্টেডিয়ামের নিচতলায় এতই ইলেকট্রনিকসের দোকান গড়ে উঠেছে যে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি আসলে স্টেডিয়াম!
ছবি: সংগৃহীত, ১৯৬০-এর দশক
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে এখন যে স্টেডিয়ামটি রয়েছে সেটির বয়স ৭১ বছর। যখন ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল, সেই ১৯৫৪ সালে নির্মাণ করা হয় অন্যতম প্রাচীন এই ক্রীড়া স্থাপনা। এর আগে এখানে ছিল ঢাকা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। শুরুতে এটি ঢাকা স্টেডিয়াম হিসেবেই পরিচিতি পায়। পরে ঢাকা জাতীয় স্টেডিয়াম বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নাম রাখা হয়। স্টেডিয়ামের মাঠটি প্রথমে ক্রিকেটের জন্য তৈরি করা হলেও পরে ২০০৪-০৫ মৌসুম থেকে ফুটবলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ১৯৭৮ সালে বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলী এই স্টেডিয়ামে একটি প্রদর্শনী বক্সিং ম্যাচ খেলেছিলেন ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরের সঙ্গে। বর্তমানে স্টেডিয়ামের নিচতলায় এতই ইলেকট্রনিকসের দোকান গড়ে উঠেছে যে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি আসলে স্টেডিয়াম!
ছবি: সংগৃহীত, ১৯৬০-এর দশক
টেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন দিনাজপুরের মধ্যযুগীয় কান্তজিউ মন্দির। নানা পৌরাণিক কাহিনি পোড়ামাটির অলংকরণে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তাঁর স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ শুরু করেন ১৭০৪ খ্রিষ্টাব্দে।
১ দিন আগেরাজধানীর লালবাগে খান মোহাম্মদ মৃধা মসজিদের ভেতরে এখনো ফারসি ভাষার যে শিলালিপিটি আছে, তাতে পাওয়া তথ্যমতে, ঢাকার প্রধান বিচারক কাজী ইবাদুল্লাহের আদেশে আতিশখানা এলাকায় হিজরি ১১১৬ সালে খান মোহাম্মদ নির্মাণ করেন এই মসজিদটি।
২ দিন আগেআইচ্ছা, আমি প্রথম যখন ক্যামেরা হাতে নিলাম তখন কিন্তু আমি ফটোগ্রাফারদের কোন কাজই দেহি নাই। ওই যে, পেপারের মধ্যে কাজ-টাজ দেখতাম, বিভিন্ন ম্যাগাজিনে দেখতাম, চিত্রালীতে দেখতাম। তারপর মাঝে মইদ্দে বন্ধু-বান্ধবদের সাথে ওই সময়, ব্রিটিশ কাউন্সিলে যে যাই নাই, তাও না। তখন ফটোগ্রাফির কিছু বই-টই দেখছি...।
৫ দিন আগেঅষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতউল্লাহ বুড়িগঙ্গার কাছে রংমহল নামে একটি প্রমোদভবন তৈরি করেন। পরে তাঁর পুত্র রংমহলটি এক ফরাসি বণিকের কাছে বিক্রি করে দেন।
১৩ দিন আগে