Ajker Patrika

ধর্ষণের হুমকি দেওয়া চালক ও সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ১৮
ধর্ষণের হুমকি দেওয়া চালক ও সহকারী গ্রেপ্তার

ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঠিকানা পরিবহনের বাসের চালক রুবেল ও সহকারী মেহেদী হাসান।

গতকাল রাত ৯টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাসেল ও মেহেদী জানিয়েছে তারা মালিকের সঙ্গে দৈনিক ৩ হাজার টাকা চুক্তিতে ভাড়া নিয়ে বাসটি রাস্তায় চালাতেন। মালিকের জমা তোলার পর যা আয় হতো তা চালক ও সহকারী নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। বেশি লাভের আশায় তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে রাজি হতেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ