Ajker Patrika

নোয়াখালী বিভাগ না করলে বৃহত্তর আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাচট্টগ্রাম
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৩৩
নোয়াখালী বিভাগ না করলে বৃহত্তর আন্দোলন

নোয়াখালী বিভাগ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির নেতারা।

গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নোয়াখালীর ৭টি উপজেলার সমন্বয় করে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে এ মানববন্ধন হয়। এ সময় হাতিয়াকেন্দ্রিক নতুন জেলা গঠনের দাবিও জানানো হয়।

নোয়াখালী বিভাগের যৌক্তিকতা তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে নোয়াখালী অঞ্চলের ব্যবসায়ীরা। নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হলে এটি হবে একটা বিমাতাসুলভ আচরণ।

তা ছাড়া রাজধানী ঢাকা থেকে সড়কপথে কুমিল্লার দূরত্ব মাত্র ৮০-৮৫ কিলোমিটার। আর কুমিল্লার দাউদকান্দি উপজেলা হতে রাজধানী ঢাকার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার যা আধা ঘণ্টার পথ। সুতরাং রাজধানীর এত কাছাকাছি জেলা কুমিল্লাকে বিভাগ করার কোনা সুযোগ নেই। আবার কুমিল্লা থেকে মাত্র ছয় সাত কিলোমিটার পূর্ব দিকে ভারতের ত্রিপুরার সানামুড়া বাজার। সুতরাং ভৌগোলিকভাবে কুমিল্লাকে কোনোভাবেই বিভাগ করা যায় না।

এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করা হলে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক মো. রফিকুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নোয়াখালী জেলা সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফুয়হাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত