Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯

আপডেট : ১৪ মে ২০২১, ১৭:৫২

ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। ছবি: রয়টার্স

ঢাকা: ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ শুক্রবার এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে এখন পর্যন্ত আটজন ইসরায়েলির নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের ওপর ব্যাপক বিমান হামলা আগের মতোই অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিপরীতে গাজা উপত্যকায় ভুগর্ভস্থ টানেল দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে মুক্তিকামী ফিলিস্তিনিরা।

ইসরায়েল সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, যুদ্ধ শুরুর পঞ্চম দিন (শুক্রবার) ভোরে টানা ৪০ মিনিটের অভিযান চালানো হয়।

এরই মধ্যে নারী শিশুসহ কমপক্ষে ১১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে রয়টার্স। গাজার উত্তরাঞ্চলের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, বোমা হামলায় ধসে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের তলা তেকে একের পর এক লাশ বেরিয়ে আসছে। একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয় আজ সকালে।

ইসরায়েলি বাহিনী যখন বিমান হামলা করছে, তখন মুক্তিকামী ফিলিস্তিনীরা রকেট ছুড়ছে। ২০১৪ সালের পর গত সোমবার থেকে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে শুরু হওয়া সবচেয়ে ভয়াবহ এ সংঘর্ষে এখন পর্যন্ত শুধু গাজাতেই অন্তত ১১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৯ জন নারী ও ৩১টি শিশু রয়েছে। আর আহতের সংখ্যা ৮৩০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

রয়টার্সের তথ্যমতে, ইসরায়েল ফিলিস্তিনে সেনা সমাবেশ ঘটাচ্ছে। গাজা সীমান্তে দুটি পদাতিক ও একটি সাঁজোয়া ইউনিট মোতায়েন করেছে ইসরায়েল। এ ছাড়া সীমান্তে অতিরিক্ত ৭ হাজার সেনা মোতায়েন করেছে দেশটি। তবে এই সেনা সমাবেশ দিয়ে ফিলিস্তিনে সার্বিকভাবে হামলা চালানো হবে কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ফিলিস্তিনে হামলা চালানোর জন্য ইসরায়েলের সেনাপ্রধানের এবং সরকারের বিভিন্ন স্তরের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এদিকে ইসরায়েলের ভেতরেও সংঘর্ষ চলছে। ইসরায়েলি ইহুদি ও ইসরায়েলি আরবদের (নিজেদের ফিলিস্তিনি মনে করেন যারা) মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষেও প্রাণহানির ঘটনা ঘটছে।

ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ছবি: রয়টার্স

আজ শুক্রবার সকালেও গাজা উপত্যকার উত্তর-পূর্বাঞ্চল এলাকা থেকে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েলি হামলা শুরুর পর অনেক পরিবারই এলাকাটি ছেড়ে চলে গেছে। কোনো কোনো পরিবার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বনেতারা উদ্বেগ প্রকাম করলেও ইসরায়েলের তরফ থেকে উত্তেজনা প্রশমনের কোনো উদ্যোগ নেই। উল্টো দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার বলেছেন, এই অভিযান সম্পন্ন হতে আরও কিছু দিন সময় লাগবে।

প্রসঙ্গত, গত সোমবার কথিত ‌সুনির্দিষ্ট অপতৎপরতা রুখতে নিরাপত্তার স্বার্থে' আল-আকসা মসজিদে অবিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত এই অভিযানে ১৬০টি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। পদাতিকসহ প্রায় সব ধরনের সামর সজ্জা হাজির করা হয়েছে। নিজেদের লক্ষ্য নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস রয়টার্সকে বলেন, ‌গাজা উপত্যাকার উত্তরাঞ্চলে ভুগর্ভস্থ টানেল ব্যবস্থা ধ্বংসই আমাদের মূল লক্ষ্য। এই টানেলগুলোই নিজেদের গা ঢাকা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন হামলার কাজে ব্যবহার করে হামাস। আমরা এই টানেল সিস্টেমকে মেট্রো বলি।

তবে ইসরায়েল যা-ই বলুক, রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর অবস্থান অনেকটাই নড়ে গেছে। নিজের সেই অবস্থানকে ফিরিয়ে আনতে এবং ক্ষমতায় নিজের প্রয়োজনীয়তাকে আরও একবার নিজ দেশের মানুষের সামনে তুলে ধরতেই নিরাপত্তার এই নাটক তিনি করছেন। তিনি দেখাতে চান, ফিলিস্তিনিদের দমনে তিনিই আসলে সবচেয়ে কার্যকর। দেখাতে চান, তাঁর অনুপস্থিতিতে হামাসসহ ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের কাছে ইসরায়েলকে নতি স্বীখার করতে হতে পারে। ক্ষমতায় নিজের অবস্থানের পক্ষ সম্মতি উৎপাদনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবেই তিনি এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছেন।

এদিকে বিদ্যমান পরিস্থিতি গোটা বিশ্বকেই উদ্বিগ্ন করেছে। গতকাল বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন। উভয় পক্ষের মধ্যে একটি শান্তি আলোচনার চেষ্টা করছে মিসর,ম কাতার ও জাতিসংঘ। কিন্তু এখনো এতে কোনো অগ্রগতি হয়নি। আর সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী রোববার বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সেই বৈঠক ও তার থেকে আসা সিদ্ধান্ত ইসরায়েল কতটা মানবে, তা আগে থেকে জানার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত হওয়া অভিজ্ঞতাও খুব একটা আশাবাদী হতে বলে না।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

    মিয়ানমারে সংঘর্ষে ৮৮ জান্তা সদস্য নিহত

    ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১২ জনের প্রাণহানি

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

    আইএমএফের ৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা

    ইউক্রেনে ‘যুদ্ধাপরাধ’ বন্ধে পুতিনকে চাপ দিতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

    ৫ সিটিতে ইভিএমে ভোট, থাকবে সিসি ক্যামেরা: ইসি

    ইউক্রেন ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাংক পেলে কড়া জবাবের হুমকি পুতিনের

    শিবপুরে এমপির কার্যালয়ে আগুনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের জামিন

    আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

    হারিয়ে যেতে চান না রিশাদ 

    নওগাঁয় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা