
সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়েই দীর্ঘ ১ বছর পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি এসেছে। মনে হচ্ছিল বাংলাদেশ আজ চতুর্থ টি-টোয়েন্টিতে সিরিজের সর্বোচ্চ রান করবে। তবে স্বাগতিকেরা গুটিয়ে গেছে ১৫০ রানের আগেই।
উদ্বোধনী জুটিতে ৬৭ বলে ১০১ রান যোগ করেন সৌম্য ও তানজিদ তামিম। তাদের উদ্বোধনী জুটি ভাঙার পরই ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করলেও ১৪৩ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশ।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ ওভারে ২ উইকেটে ১০৮ রান। প্রথম তিন ম্যাচে চার নম্বরে নামলেও আজ নেমেছেন তিন নম্বরে। তবে করেছেন ৮ বলে ১২ রান। মেরেছেন ১ চার। ১৪ তম ওভারের চতুর্থ বলে সিকান্দার রাজাকে তুলে মারতে যান হৃদয়। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেট ক্যাচ ধরেন।
ক্যাচ ধরার ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন বেনেট। ১৫ তম ওভারে প্রথম বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে বোকা বনে যান সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশ মাস পর ফিরে ৩ বলে করেছেন এক রান। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন বেনেট। বাংলাদেশ অধিনায়ক করেন ৭ বলে ২ রান।
বাংলাদেশ এক ওভারে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে তিনবার। ১৭ তম ওভারের দ্বিতীয় বলে জাকের আলী অনিককে ফেরান রিচার্ড এনগারাভা। একই ওভারের পঞ্চম বলে হাস্যকর এক রান আউটের শিকার হয়েছেন তাসকিন আহমেদ। এনগারাভাকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে যান তাসকিন। রিশাদ হোসেনের থেকে কোনো সাড়া পেয়ে যতক্ষণে তাসকিন ফিরতে যান, ততক্ষণে আউট তাসকিন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ গুটিয়ে গেছে ১৯.৫ ওভারে ১৪৩ রানে।

সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়েই দীর্ঘ ১ বছর পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি এসেছে। মনে হচ্ছিল বাংলাদেশ আজ চতুর্থ টি-টোয়েন্টিতে সিরিজের সর্বোচ্চ রান করবে। তবে স্বাগতিকেরা গুটিয়ে গেছে ১৫০ রানের আগেই।
উদ্বোধনী জুটিতে ৬৭ বলে ১০১ রান যোগ করেন সৌম্য ও তানজিদ তামিম। তাদের উদ্বোধনী জুটি ভাঙার পরই ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করলেও ১৪৩ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশ।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ ওভারে ২ উইকেটে ১০৮ রান। প্রথম তিন ম্যাচে চার নম্বরে নামলেও আজ নেমেছেন তিন নম্বরে। তবে করেছেন ৮ বলে ১২ রান। মেরেছেন ১ চার। ১৪ তম ওভারের চতুর্থ বলে সিকান্দার রাজাকে তুলে মারতে যান হৃদয়। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেট ক্যাচ ধরেন।
ক্যাচ ধরার ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন বেনেট। ১৫ তম ওভারে প্রথম বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে বোকা বনে যান সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশ মাস পর ফিরে ৩ বলে করেছেন এক রান। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন বেনেট। বাংলাদেশ অধিনায়ক করেন ৭ বলে ২ রান।
বাংলাদেশ এক ওভারে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে তিনবার। ১৭ তম ওভারের দ্বিতীয় বলে জাকের আলী অনিককে ফেরান রিচার্ড এনগারাভা। একই ওভারের পঞ্চম বলে হাস্যকর এক রান আউটের শিকার হয়েছেন তাসকিন আহমেদ। এনগারাভাকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে যান তাসকিন। রিশাদ হোসেনের থেকে কোনো সাড়া পেয়ে যতক্ষণে তাসকিন ফিরতে যান, ততক্ষণে আউট তাসকিন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ গুটিয়ে গেছে ১৯.৫ ওভারে ১৪৩ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১০ ঘণ্টা আগে