Ajker Patrika

সংসদে ৯৫ নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১১: ০১
সংসদে ৯৫ নতুন মুখ

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে দলটির ২২২ জন নির্বাচিত হয়েছেন। এই প্রার্থীদের ৪৬ জনই প্রথমবার জাতীয় সংসদে যাচ্ছেন। তাঁরাসহ এবারের নির্বাচনে ৯৫ জন নতুন মুখ বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে ৪৭ জন স্বতন্ত্র, জাতীয় পার্টির ১ জন এবং কল্যাণ পার্টির ১ জন এবারই প্রথম বিজয়ী হয়েছেন। এ ছাড়া পাঁচজন নারী প্রথমবারের মতো নির্বাচনে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অবশ্য এর আগে তাঁরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদেই বিরোধী বিএনপির নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি। দলটির সঙ্গে চলমান সরকারবিরোধী আন্দোলনে থাকলেও গত নভেম্বরে হঠাৎ নির্বাচনে আসার ঘোষণা দেন সৈয়দ ইবরাহিম। নিজ এলাকা ছেড়ে পাশের জেলা কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সমর্থন নিয়েই বিজয়ী হয়েছেন তিনি।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত দলটির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এ এস কে একরামুজ্জামান। নবম ও একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তিনি। সিলেট-৫ আসনে লড়ে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। তাঁর বাবা প্রয়াত আবদুল লতিফ চৌধুরী সারা দেশে ‘ফুলতলী হুজুর’ হিসেবে পরিচিত।

আওয়ামী লীগ থেকে ৪৬ জন নতুন মুখের মধ্যে আছেন মাগুরা-১ আসন থেকে নির্বাচিত ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকা-১০ আসনের চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ ছাড়া বাবার আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রথমবারের মতো পা রাখতে চলেছেন মাজহারুল ইসলাম সুজন (ঠাকুরগাঁও-২), গালিবুর রহমান শরীফ (পাবনা-৪), মুহিত উর রহমান শান্ত (ময়মনসিংহ-৪), সোলায়মান সেলিম (ঢাকা-৭), ময়েজ উদ্দিন শরীফ (হবিগঞ্জ-২) এবং এস এম আল মামুন (চট্টগ্রাম-৪)। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন যশোর-২ আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হচ্ছেন।

সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে বিজয়ী হয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে পা রাখতে চলেছেন জান্নাত আরা হেনরী, যদিও ২০০৮ সালের নির্বাচনেও তিনি লড়েছিলেন। সেবার বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন (খুলনা-৩) ও শফিউল আলম চৌধুরী (মৌলভীবাজার-২), তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ (চাঁদপুর-১), বিজ্ঞান সম্পাদক আবদুস সবুর (কুমিল্লা-১), কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন (ঢাকা-৬), ছাত্রলীগের সাবেক সভাপতি এম বদিউজ্জামান সোহাগ (বাগেরহাট-৪), ছাত্রলীগের সাবেক নেতা বিপ্লব হাসান পলাশ (কুড়িগ্রাম-৪), আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমও (ফেনী-১) প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদও (জামালপুর-৫) প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের মধ্যে সুলতানা নাদিরা (বরগুনা-১), রুমানা আলী টুসি (গাজীপুর-৩), খাদিজাতুল আনোয়ার সনি (চট্টগ্রাম-২) আওয়ামী লীগের মনোনয়নে এবং তাহমিনা বেগম (মাদারীপুর-৩), আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া (হবিগঞ্জ-১) স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টির আশরাফুজ্জামানও (সাতক্ষীরা-২) প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন।

আওয়ামী লীগ জাতীয় পার্টি ও শরিকদের ৩২টি আসনে ছাড় দিয়েছিল। এর মধ্যে ১৯ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের ১৭ জনই নতুন মুখ। তাঁদের অন্যতম আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিন (কুষ্টিয়া-২), আবদুল্লাহ নাহিদ নিগার (গাইবান্ধা-১) ও মহিউদ্দিন মহারাজ (পিরোজপুর-২)। নৌকা প্রতীকে ভোট করা জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে পরাজিত করেছেন কামারুল আরেফিন। মহিউদ্দিন মহারাজ হারিয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। মহারাজ ছিলেন মঞ্জুর এপিএস। আবদুল্লাহ নাহিদ নিগার হারিয়েছেন জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীকে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচিত আরও রয়েছেন ব্যবসায়ী এ কে আজাদ (ফরিদপুর-৩) ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (হবিগঞ্জ-৪)। তিনি আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০০: ৩৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই শোক জানান।

ওই পোস্টে তারেক রহমান বলেন, ‘আমি শরীফ ওসমান হাদীর মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করে তাঁকে বেহেশত নসীব করেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল— রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।’

হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।

তারেক রহমান আরও বলেন, আমি তাঁর শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি৷

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ওসমান হাদি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল।

শফিকুর রহমান যোগ করেন, তাঁর (ওসমান হাদি) শাহাদাতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দলমত-নির্বিশেষে তাঁর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শফিকুর রহমান আরও বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তাঁর কণ্ঠ ছিল সব আধিপত্যবাদী শক্তি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন আপসহীন এক যোদ্ধা। দুনিয়ার কোনো লোভ-লালসা তাঁকে স্পর্শ করতে পারেনি।

জামায়াত আমির বলেন, ‘আমি মহান আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। তাঁর মাসুম বাচ্চাসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ তাআলা যেন তাঁদের সবাইকে এই বিরাট শোক সওয়ার তাওফিক দান করেন, সেই দোয়া করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ২৩: ৪৪
চেয়ারম্যান আনিসুল ইসলাম ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ছবি: সংগৃহীত
চেয়ারম্যান আনিসুল ইসলাম ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও প্রতিবাদী যুবক ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলেন, ওসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী যুবক। নিজ আদর্শে অবিচল থেকে তিনি আজীবন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। সন্ত্রাসী হামলায় তাঁর এ নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শোকবার্তায় নেতারা আরও বলেন, যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদির মতো একজন তরুণকে গুলি করে হত্যার পরও জড়িত সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই শোক জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এতে আরও বলা হয়, ‘আমাদের এই সহযোদ্ধার প্রয়াণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বস্তরের নেতা-কর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত