সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

বাংলাদেশের ভবিষ্যৎ তারকার নাম বললেন পাপন

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯:৪২

আজ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তিতে নিজের চোখে ভবিষ্যতের তারকার নাম বলেন নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অনন্য। টানা দেড় দশকের বেশি সময় দেশের ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। তাঁদের ক্যারিয়ার গোধূলিলগ্নে আসায় এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশকে পথ দেখাবেন কারা। 

ইতিমধ্যে দু-একজন ভিন্ন ভিন্ন সংস্করণকে বিদায়ও জানিয়েছেন। ভবিষ্যৎ তারকার বিষয়ে আজ নাজমুল হাসান পাপনকেও প্রশ্ন করা হয়। বিসিবি সভাপতি প্রশ্নের জবাবে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন। 
 
আজ গুলশানে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) ১০ বছর পূর্তি অনুষ্ঠানে পাপন বলেছেন, ‘পাইপলাইনে আমাদের কিছু তারকা আছে। সমস্যা হচ্ছে তুলনা করতে গেলে। আমি যদি সবচেয়ে সাধারণ নামগুলো বাদও দিই, মিরাজ গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

এরপর একে একে আরো কয়েকজনের নাম জানান পাপন। তিনি বলেছেন, ‘শান্তর কথা চিন্তা করেন, লিটন দাস—যতগুলো নামই বলব, সবাই সম্ভাবনাময়ী। হাসান মাহমুদ, তাসকিন তো আছেই। তবে এরা যে সবাই তারকা হয়ে গেছে তা না। কিন্তু তারা প্রক্রিয়ার মধ্যে আছে। ব্যক্তিগতভাবে মনে করি, আরও অনেক খেলোয়াড় আছে। তবে টি-টোয়েন্টির কথা ধরলে সাকিব ছাড়া কেউ নেই, পুরোনোদের মধ্যে। আমার ধারণা, পরের বিশ্বকাপে এই দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখতে পাব।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইউরোপাতেও খেলতে পারবেন না হ্যারি কেইনরা 

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

    পাকিস্তানের প্রস্তাবে কিছুতেই রাজি নয় ভারত

    ২৬ জনের দলেও নেই মাহমুদউল্লাহ

    আবেগঘন বিদায়ে ক্যাম্প ন্যু পর্ব শেষ বুসকেতস-আলবার

    রিজার্ভ ডেতে বৃষ্টি হলে আইপিএল ফাইনালের কী হবে 

    গোয়াফেস্টে ৫ পুরস্কার জিতেছে মাইন্ডশেয়ার বাংলাদেশ 

    ইয়াবার মামলা দিয়ে হয়রানি: এএসআই মাহবুবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ জুন

    সূর্যের ১০ হাজার গুণ বড় নক্ষত্রের ‘ফসিল’ আবিষ্কার   

    সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

    এরদোয়ানের জয়ে বিভক্ত তুরস্ক

    ইউরোপাতেও খেলতে পারবেন না হ্যারি কেইনরা