বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

সোজা নয়, জিগজ্যাগ অস্ত্রোপচারে ক্ষত সারে দ্রুত: গবেষণা

আপডেট : ২৪ মে ২০২৩, ১৯:৫১

ছবি: সায়েন্স অ্যালার্ট অস্ত্রোপচারে কাঁচি চালানোর বিষয়টি সব সময় একরকম হয় না। এ ক্ষেত্রে অনেক চিকিৎসকই সোজাসুজি কাঁচি চালানোর পদ্ধতিটি প্রয়োগ করেন। তবে অস্ত্রোপচারে জিগজ্যাগ পদ্ধতিটিও বেছে নিচ্ছেন অনেক শল্য চিকিৎসক। 

একটি গবেষণার আলোকে বুধবার সায়েন্স অ্যালার্ট সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জিগজ্যাগ পদ্ধতিতে অস্ত্রোপচারজনিত ক্ষতচিহ্ন কম হয় এবং ক্ষতস্থান দ্রুত সেরে ওঠে। 

অস্ত্রোপচারে জিগজ্যাগ পদ্ধতি হলো- ত্বক কিংবা অঙ্গপ্রত্যঙ্গ সোজাসুজি না কেটে বাঁকা করে বা ঢেউখেলানো উপায়ে কর্তন। 

অস্ত্রোপচারের এ দুটি পদ্ধতি নিয়ে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটির একদল বিশেষজ্ঞ সম্প্রতি একটি গবেষণা পরিচালনা করেন। গবেষণায় তারা দেখেছেন, সোজা বা সমান্তরালভাবে কাঁচি চালানো এবং জিগজ্যাগ পদ্ধতিতে কাঁচি চালানোর বিষয়টি শরীরের প্রয়োগ স্থানের কোষগুলোর ওপর ভিন্নভাবে কাজ করে। গবেষণায় প্রাপ্ত এই ফলাফল অস্ত্রোপচার পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। 

বায়োসিনথেটিক বা কৃত্রিম জৈব বস্তুর ওপর দুটি পদ্ধতি প্রয়োগ করে ৬৪ ঘণ্টার এক পর্যবেক্ষণে গবেষকেরা অবাক করা ফলাফল পেয়েছেন। তারা দেখেছেন, সোজা কাঁচি চালানোর চেয়ে জিগজ্যাগ উপায়ে কাঁচি চালালে প্রয়োগ স্থানটি পাঁচগুণ দ্রুত নিরাময় হয়। কোষের বিন্যাসজনিত কারণেই এমনটি হয় বলে মত দিয়েছেন গবেষকেরা। 

গবেষক দলের অন্যতম সদস্য এবং নানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জিমি হাইসিয়া বলেন, ‘বিজ্ঞানীরা অনেক আগে থেকে জানতেন যে, প্রয়োগ স্থানটি কত দ্রুত নিরাময় হবে-তা নির্ভর করে আপনি অস্ত্রোপচারের সময় কীভাবে কাঁচি চালাবেন তার ওপর।’ 

তবে অস্ত্রোপচারে কাঁচি চালানোর পদ্ধতিগুলো নিরাময়ের ক্ষেত্রে কীভাবে পার্থক্য গড়ে দেয় তা বিজ্ঞানীদের জানা ছিল না বলেও জানান জিমি। 

বিষয়টি বুঝতে জিমি এবং তার সঙ্গীরা একটি মাইক্রো প্যাটার্ন হাইড্রোজেল থেকে তৈরি ত্বকে কাঁচি চালালে কিভাবে ‘ম্যাডিন-ডার্বি ক্যানি কিডনি’ (এমডিসিকে) কোষগুলো ক্ষতগুলোর ফাঁক বন্ধ করে তার ওপর অনুসন্ধান চালান।

১৯৫৮ সালে ‘ম্যাডিন-ডার্বি ক্যানি কিডনি’ (এমডিসিকে) পদ্ধতিতে কুকুরের কিডনি থেকে যেসব অ্যাপিথেলিয়াল কোষ ব্যবহার করা হয়েছিল একই ধরনের কোষ মনুষ্য ত্বকেও বিরাজমান। অ্যাপিথেলিয়াল কোষগুলো কাঠামোগত টিস্যু তৈরি করে যা আমাদের বাহ্যিক ত্বক গঠন করে এবং আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সংযুক্ত করে। ভ্রূণের উন্নয়ন, টিস্যু মেরামত এবং ক্ষতস্থান ভালো হওয়ার বিষয়গুলো মূলত এই টিস্যুর ওপরই নির্ভর করে। 

 ৩০ থেকে ১০০ মাইক্রোমিটার প্রসারিত কর্তনে এমডিসিকে কোষগুলো কিভাবে কাজ করে তা দেখার জন্য গবেষকেরা ‘পার্টিক্যাল ইমেজ ভেলোসিটি’ নামে একটি একটি পদ্ধতি ব্যবহার করেছিলেন। 

এ বিষয়ে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার জু হংমেই জানান, সোজাসুজি কর্তনের সঙ্গে তুলনা করে দেখা গেছে বক্র কর্তনে প্রয়োগ স্থানের কোষগুলো চারপাশে নড়াচড়া করার আরও বেশি সুযোগ পায়। 

সোজাসুজি কর্তনের কাছাকাছি থাকা কোষগুলো একটি প্রান্তসীমায় গিয়ে আটকে যায়, যেখানে বক্র কর্তনের ক্ষেত্রে কোষগুলো ঘূর্ণন পথ ব্যবহারের সুযোগ পায়। 

জো ব্যাখ্যা করেন, ঘূর্ণন পথ ব্যবহার করে নড়াচড়ার সুযোগ বেশি থাকায় সোজাসুজির চেয়ে বক্র কর্তনে একটি কোষ কর্তন সীমার অন্যপাশে থাকা একই ধরনের অন্য কোষগুলোর সঙ্গে দ্রুত সংযুক্ত হয়ে একটি সেতু তৈরি করতে পারে। আর এ বিষয়টিই প্রয়োগ স্থানটি দ্রুত নিরাময়ের ক্ষেত্রে দুই পদ্ধতির মধ্যে পার্থক্য গড়ে দেয়। 

গবেষক আরেক সদস্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হুয়াং চেংজিন উপসংহার টেনে বলেন, ‘এই জ্ঞান ব্যবহার করে শল্য চিকিৎসকেরা ভবিষ্যতে অস্ত্রোপচার এবং ক্ষত ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের কৌশলকে আরও উন্নীত করতে পারেন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সিজার অপারেশন আবিষ্কার: অবশ না করে ৩০ বার কাটাছেঁড়া কৃষ্ণাঙ্গ ক্রীতদাসীকে

    মৌসুম শুরু হলে ভয়াবহ হতে পারে ডেঙ্গু সংক্রমণ: স্বাস্থ্যের পরিচালক

    দেশে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল 

    স্বাস্থ্যখাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

    উচ্চ রক্তচাপ থাকলে নিয়ম মেনে খান

    কীভাবে বুঝবেন টনসিল অপারেশন করাতে হবে

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির