বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না: গণতন্ত্র মঞ্চ

আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:০৮

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দফা দাবিতে কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ। ছবি: আজকের পত্রিকা ২০১৪ ও ২০১৮ সালের মতো তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেন, আগামীতে এ ধরনের নির্বাচন করতে দেওয়া হবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রা শুরুর আগের সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন। পদযাত্রাটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। 

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দফা দাবিতে সমাবেশে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। আমেরিকা স্যাংশন দেয় একটা প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু তার আগেই সরকারি লোকজন স্যাংশন নিয়ে প্রচার করছে। আসল কথা হলো, তাদের একটা বাহানা দিয়ে সরে যেতে হবে। 

মান্না আরও বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা আসছে কি আসছে না সেটা নিয়ে আমরা বলতে চাই না। এ ডাকাত সরকার, এই ভোট চোর, এই লুটেরা সরকার মানুষকে মানুষ মনে করে না। এদের হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ নয়। অতএব তাকে যেতে হবে। যে নির্বাচনের খেলার চেষ্টা চলছে সে নির্বাচন হবে না। ওটা খেলাই হবে।’ 

মাহমুদুর রহমান বলেন, একটা অন্তর্বর্তী সরকার হবে, সেই সরকার উপযুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করবে। তারপর জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। 
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘আমাদের কেউ কেউ প্রশ্ন করে, সরকার তো যেতে চায় না। আমরাও জানি। এমনিতে কি কেউ যেতে চায়? যাতে যায় সে ব্যবস্থা করার জন্যই তো এই পদযাত্রা, রোডমার্চ। সে ব্যবস্থা করার জন্য আমরা আরও বড় কর্মসূচি দেব এবং সবাই মিলে দেব।’

সমাবেশে যোগ দিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক অঙ্গনে তাদের ব্যাপারে সমালোচনা শুরু হয়েছে। তাদের ব্যাপারে কিছু কড়া অবস্থান তৈরি হয়েছে। তাতেই তাদের পায়ে কাঁপন ধরে গেছে। তাদের জনসমর্থন আজ কোথায়? সেটা এখন দেখা যায় না।’

জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, এখন নাকি তাঁরা প্রতিরোধ করবেন। আমাদের লড়াই একটা গণতান্ত্রিক অধিকার। এই লড়াইকে নাকি তাঁদের প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে।’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে উসকানি দিচ্ছে। তারা বিরোধী দলকে আক্রমণ করতে চায়। তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তি সমাবেশের নামে আমাদের প্রতিরোধ করতে বলেছেন। তারা আরেকটা তামাশার  নির্বাচন করতে চায়। জনগণ তা মেনে নেবে না।’ 

পদযাত্রা কর্মসূচি থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার আবারও পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত লংমার্চ করবে এই জোট।

সমাবেশ ও পদযাত্রায় অন্যদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দিন পাটোয়ারী, স্থায়ী কমিটির সভাপতি সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    কোরআন শপথ করে বললেও প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি না: নুরুল হক নুর

    এখনো সময় আছে, এই সব খেলাধুলা বাদ দিন: সরকারকে ফখরুল 

    ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি: তথ্যমন্ত্রী 

    মার্কিন ভিসা নীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে: জি এম কাদের 

    সাহস থাকলে আমেরিকার জন্য ভিসা নীতি করেন, সরকারকে আসিফ নজরুল

    তত্ত্বাবধায়কের অবস্থান থেকে এক মুহূর্তের জন্যও সরব না: মির্জা ফখরুল 

    মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    মোল্যা নজরুল আর্মড পুলিশে বদলি, গাজীপুরে নতুন কমিশনার

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক