রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন রিমান্ডের এই আদেশ দেন।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা আসামি মজনুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরে মজনুর পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে, এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
বিএনপি নেতা রফিকুল আলম মজনুকে গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আজ তাঁকে পল্টন থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে