শর্মাজি নামকিন (হিন্দি সিনেমা)
অভিনয়ে: ঋষি কাপুর, জুহি চাওলা
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: পশ্চিম দিল্লির ৫৮ বছর বয়সী বিজি শর্মা একজন মধ্যবিত্ত মানুষ। বিপত্নীক স্ত্রীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে তাঁর বাস। জীবনের পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন একটি প্রতিষ্ঠানে চাকরি করে। হঠাৎ করে সেই চাকরি থেকে অবসর দেওয়া হয় তাঁকে। সারা জীবন চাকরি করা মানুষটা কর্মহীন হয়ে যেন খেই হারিয়ে ফেলেন। নিজেকে ব্যস্ত রাখতে রান্নাঘরেই সময় দিতে শুরু করেন বেশি। আর সেখান থেকেই আসে নতুন এক জীবনের সন্ধান।
দ্য লাস্ট বাস (ইংলিশ সিরিজ)
অভিনয়ে: মুসা মুস্তাফা, ফোবি ডি সিলভা
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: সুপার ট্যালেন্ট একদল ছাত্রছাত্রী। স্কুল ট্রিপে বেরিয়ে মঙ্ক হাউসে অদ্ভুত এক আক্রমণের মুখে পড়ে তারা। এই আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সবাই। একসময় জানা যায় পৃথিবীটা নিজের কবজায় নিতেই এই আক্রমণ চালানো হয়েছে, যার অন্যতম হোতা বর্ব নামের একজন। কিন্তু এত সহজেই ছেড়ে দেওয়ার পাত্র নয় ছাত্রছাত্রীরা। পৃথিবীকে বাঁচাতে রুখে দাঁড়ায় তারা।
ড্রাইভ মাই কার (জাপানিজ সিনেমা)
অভিনয়ে: হিদেতোশি নিশিজিমা, রিকা কিরিশিমা
দেখা যাবে: মুবি
গল্পসংক্ষেপ: অস্কারজয়ী সিনেমা ‘ড্রাইভ মাই কার’ তৈরি হয়েছে হারুকি মুরাকামির একই নামের ছোট গল্প অবলম্বনে। স্ত্রী হারানো এক লোকের সঙ্গে পরিচয় হয় এক নারীর। নিজের মতো করে বেঁচে থাকা অন্তর্মুখী সেই নারী কারও সাতেপাঁচে নেই। দুজনের জীবনকে এক সুতায় গাঁথার চেষ্টা করেছেন নির্মাতা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে