শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

কলম্বিয়ার বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ সেনা নিহত

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২৩:২১

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: টুইটার কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার প্রদেশে একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বুধবারের এ হামলায় আরও ৮ সেনা আহত হয়েছেন। ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) মর্টার শেল হামলায় সেনারা নিহত হয়েছেন বলে দাবি করেছে কলম্বিয়ার সরকার। ইএলএনের বিদ্রোহীরা এল কারমেনের পৌরসভার ঘাঁটিতে ঘরে তৈরি মর্টার শেল নিক্ষেপ করে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কলম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ইএলএনের শান্তি আলোচনা চলছে। এর মধ্যই এ হামলা হলো। প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, হামলাকারীরা এখনো শান্তি থেকে অনেক দূরে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি ইএলএন দুর্গ হিসেবে পরিচিত। হামলায় নিহত ৯ সেনার মধ্য ৭ জন সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। নভেম্বর থেকে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে দ্বিপক্ষীয় সম্মতি আসেনি।

তিন বছরের বিরতি শেষে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার পর সবচেয়ে মারাত্মক এই হামলা। কলম্বিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণের পথে এই হামলা প্রেসিডেন্ট পেত্রোর জন্য আরেকটি বড় ধাক্কা।

পেত্রো প্রথম বামপন্থী রাজনীতিবিদ যিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর সরকার গত সপ্তাহে দেশটির প্রধান মাদক পাচারকারী উপসাগরীয় গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করেছে।

পেত্রোর পূর্বসূরি ডানপন্থী নেতা ইভান দুকে ২০১৯ সালে ইএলএনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেন। ওই বছর বিদ্রোহী এ সংগঠন কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক পুলিশ একাডেমির একটি গাড়ি বোমা হামলা চালায়। এতে ২২ জন নিহত হন। 

প্রেসিডেন্ট পেত্রো গত সোমবার বৈঠকের জন্য সরকারি প্রতিনিধি দল এবং শান্তি আলোচনায় অংশ নেওয়া দেশগুলোকে আহ্বান করেছেন। এ বৈঠকে তাঁরা কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    উড়োজাহাজ দুর্ঘটনার ৪০ দিন পর আমাজন বন থেকে ৪ শিশু জীবিত উদ্ধার 

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    যুবককে রাস্তায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, মায়ের ডাকে সাড়া দিল না কেউ

    ইসরায়েলে সন্ত্রাসীদের গুলিতে এক আরব পরিবারের ৫ সদস্য নিহত  

    ইউক্রেন: নিপ্রোর জলে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

    খেরসনে ‘রুশ হামলায়’ বাঁধ ভেঙে ৮ এলাকা প্লাবিত

    এ বছর ডেঙ্গু রোগীদের মৃত্যুর কারণ ‘শক সিনড্রোম’: স্বাস্থ্যের ডিজি

    মদের দাম চাওয়ায় বারে ভাঙচুর, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রলীগ নেতা

    বরিশাল সিটি নির্বাচন

    ভোট নিয়ে শঙ্কামুক্ত নই: ফয়জুল করিম

    আন্ডারডগ মুচোভার বৈচিত্র্যতাকে ভয় সিয়াতেকের 

    খুলনায় বিএনপির ভাঁওতাবাজি শুনবে না জনগণ: তালুকদার আব্দুল খালেক