শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৬:০২

গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও  ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘসহ বিশ্ববাসীর কাছে এই স্বীকৃতির আবেদন করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই।’

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। 

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমি জাতিসংঘসহ বিশ্বের সবার কাছে এই আবেদন করব, সে সময় যেভাবে তারা নিরস্ত্র বাঙালির ওপর অত্যাচার-নির্যাতন করেছিল, তার স্বীকৃতি যেন বাংলাদেশ পায়।’ 

পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের ক্ষত নিয়েই স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘একটা যুদ্ধবিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তুলেছিলেন। মাত্র তিন বছর সাত মাসে স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতিও তিনি পেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়।’ 

শহীদের রক্ত বৃথা যায় না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে চাই। লাখো শহীদ ও জাতির পিতার কাছে এটাই আমাদের অঙ্গীকার।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    নায়ক ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই

    সরকারি খরচে কর্মকর্তাদের বিমানের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ বন্ধ

    দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ২৩৯ অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

    সরকারের পদক্ষেপের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি রোধ সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

    অতিরিক্ত নিরাপত্তা পেতে আবেদন করেছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

    এক দিনে ৯৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু নেই

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন