রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

পাকিস্তানে হামলায় ইমরানের দলের নেতাসহ নিহত ১০ 

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৬:৪৩

পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় পিটিআইয়ের এক নেতাসহ ১০ জন নিহত। ছবি: টুইটার পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিটিআইয়ের ওই নেতার নাম আতিফ মুনসিফ খান। তাঁকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

উমর তোফায়েল জানান, হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মরদেহগুলো অ্যাবোটাবাদ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে হামলার নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী মাহমুদ খান। একজন রাজনৈতিক নেতার ওপর এমন হামলা ‘ন্যক্কারজনক’। এ ছাড়া নিহতদের প্রতি শোক জানিয়েছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মিসরের পুলিশ সদস্যের গুলিতে ৩ সেনা নিহত, দাবি ইসরায়েলের

    মিসর সীমান্তের কাছে ৩ ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘কাঁদতে কাঁদতে শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়’

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতদের পরিবার 

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

    রাসিক নির্বাচন: ভোটের মাঠে দেখা নেই সব ম্যাজিস্ট্রেটের

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়