পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিটিআইয়ের ওই নেতার নাম আতিফ মুনসিফ খান। তাঁকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
উমর তোফায়েল জানান, হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মরদেহগুলো অ্যাবোটাবাদ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে হামলার নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী মাহমুদ খান। একজন রাজনৈতিক নেতার ওপর এমন হামলা ‘ন্যক্কারজনক’। এ ছাড়া নিহতদের প্রতি শোক জানিয়েছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে