বিশাখাপত্তনমে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডেতে এক ইনিংসের সমানও খেলা হয়নি। ভারতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটারদের বিধ্বস্ত হওয়ার এই ম্যাচে হয়েছে রেকর্ডের বন্যা।
টস হেরে আজ প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২৬ ওভারে অলআউট হয় ১১৭ রানে। ঘরের মাঠে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল ভারতীয়রা। এই ম্যাচে ৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। ওয়ানডেতে এক ম্যাচে ৯ বারের মতো ৫ উইকেট নিয়ে ব্রেট লির পাশে বসেছেন স্টার্ক।
১১৮ রানের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে মিসের সুযোগ কাজে লাগিয়ে কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ২৩৪ বল হাতে রেখে ওয়ানডেতে বলের হিসেবে দ্রুততম সময়ে ম্যাচ হারের লজ্জা পেল ভারত। এর আগে ভারতকে এই লজ্জা উপহার দিয়েছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালে হ্যামিল্টনে ভারতের দেওয়া ৯৩ রানের লক্ষ্য তাড়া করে কিউইরা জিতে গিয়েছিল ১৪.৪ ওভারে।
ওয়ানডেতে ভারতের মাঠে ভারতের সর্বনিম্ন পাঁচ ইনিংস:
৭৮ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: কানপুর; ১৯৮৬
১০০ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: আহমেদাবাদ; ১৯৯৩
১১২ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: ধর্মশালা; ২০১৭
১১৭ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
১৩৫ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: গুয়াহাটি; ১৯৮৭
বলের হিসেবে ওয়ানডেতে ভারতের দ্রুততম পাঁচ পরাজয়:
২৩৪ বল; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ফল: ১০ উইকেটে পরাজয়; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
২১২ বল; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ফল: ৮ উইকেটে পরাজয়; ভেন্যু: হ্যামিল্টন; ২০১৯
২০৯ বল; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ফল: ৮ উইকেটে পরাজয়; ভেন্যু: ডাম্বুলা; ২০১০
১৮১ বল; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ফল: ৯ উইকেটে পরাজয়; ভেন্যু: হাম্বানতোতা; ২০১২
১৭৬ বল; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ফল: ৭ উইকেটে পরাজয়; ভেন্যু: ধর্মশালা; ২০১৭
ওয়ানডেতে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি:
ওয়াকার ইউনিস: ১৩
মুত্তিয়া মুরলিধরন: ১০
মিচেল স্টার্ক: ৯
ব্রেট লি: ৯
শহীদ আফ্রিদি: ৯
লাসিথ মালিঙ্গা: ৮
ওয়ানডেতে ভারতের এক ইনিংসে ‘চার ডাকের’ রেকর্ড:
প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: শারজা; ১৯৯৫
প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হায়দরাবাদ (পাকিস্তান) ; ১৯৯৭
প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: গুয়াহাটি; ২০০৯
প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: নাগপুর; ২০১১
প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: ধর্মশালা; ২০১৭
প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
ওয়ানডেতে শতরানের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান রেট:
মার্টিন গাপটিল-ব্রেন্ডন ম্যাককালাম: ৪৩ বলে ১০৫; রানরেট: ১৪.৬৫; নিউজিল্যান্ড-ইংল্যান্ড; ভেন্যু: ওয়েলিংটন; ২০১৫
মার্টিন গাপটিল-টম লাথাম: ৫০ বলে ১১৮ *; রানরেট: ১৪.১৬; নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা; ভেন্যু: ক্রাইস্টচার্চ; ২০১৫
ট্রাভিস হেড-মিচেল মার্শ: ৬৬ বলে ১২১ *; রানরেট: ১১.০০; ভারত-অস্ট্রেলিয়া; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
মার্টিন গাপটিল-ব্রেন্ডন ম্যাককালাম: ৬১ বলে ১০৮; রানরেট: ১০.৬২; নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা; ভেন্যু: ক্রাইস্টচার্চ; ২০১৫
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে