আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনকে দলটির সংসদীয় বোর্ডের সদস্য করা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনকে সংসদীয় বোর্ডের সদস্য করা হয়েছে।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সংসদীয় মনোনয়ন বোর্ডের নাম ঘোষণা করা হয়। সেই সময় দলীয় সভাপতি শেখ হাসিনা ১১ সদস্যের এ কমিটির ৯ জনের নাম ঘোষণা করেন। মোশাররফ হোসেন যুক্ত হওয়ার পরেও আরও ১টি পদ ফাঁকা রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে