Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

টুইটের বুকমার্ক সংখ্যা দেখতে পারবেন আইফোন ব্যবহারকারীরা

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:৩১

নতুন এই সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে। ছবি: ফাইল ছবি আইফোন ও আইপ্যাডে এখন থেকে দেখা যাবে কতজন টুইট বুকমার্ক করেছেন। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে।  

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এক টুইটে নতুন এই সুবিধার কথা জানানো হয়। এই সুবিধার মাধ্যমে টুইট কতজন বুকমার্ক করেছেন তা জানা গেলেও ঠিক কে কে বুকমার্ক করেছেন, তা জানার কোনো সুযোগ নেই। টুইটার জানিয়েছে, আপাতত এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে। 

সম্প্রতি, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ১০ হাজার ক্যারেক্টারে উন্নীত করার কথা জানান মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি টেকসাইটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ইউটিউবার এক টুইটে প্ল্যাটফর্মের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। রিপ্লাইতে মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।

২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।

এর আগে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেয় মাস্ক। এ ছাড়া, প্রত্যেক মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেওয়ার সুবিধাও চালু করছে টুইটার। ইমোজি দেওয়ার সুবিধাও আনা হচ্ছে চলতি মাসের শেষে। 

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানান, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো মেসেজের উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির ব্যবহারের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এ ছাড়া, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে এসব সুবিধা চালু হতে পারে বলেও জানা তিনি। ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত নভেম্বর থেকেই কিছুটা গোপনেই কাজ করছিল টুইটার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    হোয়াইট হাউস ব্লু টিকের জন্য কোনো অর্থ দেবে না 

    ১ হাজার টেরাবাইটের এসএসডি আনবে স্যামসাং 

    জিমেইল, গুগল ডকে যুক্ত হলো এআই

    গুগলে কর্মীদের ফ্রি খাবারের সুবিধা বন্ধ  

    মেটা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতে পারে  

    চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি 

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ