Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি, বলছেন অশ্বিন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:৪২

নাথান লায়নের চেয়ে টড মারফি অনেক গুণ ভালো, জানিয়েছেন অশ্বিন। ছবি: সংগৃহীত অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।

শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’

এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’

বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো 

    এবার আর্জেন্টিনার যে উদ্‌যাপন নিয়ে আলোচনা 

    সাকিবের যে রেকর্ড আর কারও নেই

    রেকর্ড গড়া ম্যাচে মেসির চোখে জল 

    টিভিতে আজকের খেলা (২৪ মার্চ ২০২৩, শুক্রবার)

    বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

    পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি