Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন সুবিধা ফায়ারফক্সের

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৯:৪২

এত দিন শুধু উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিভাইসে টোটাল কুকি প্রোটেকশনের সুবিধা পাওয়া যেত। ছবি: সংগৃহীত কোনো ওয়েবসাইট ভিজিট করলে ব্যবহারকারীদের ব্রাউজিং সম্পর্কিত কিছু তথ্য গোপনে সংগ্রহ করে ওয়েবসাইটটি। যা সাধারণত ‘কুকি’ নামে পরিচিত। এই তথ্য মূলত ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ পর্যালোচনা করে বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা হয়। তবে এতে করে গোপনীয়তা ক্ষুণ্ন হয় ব্যবহারকারীর। তবে এবার ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় স্বয়ংক্রিয় ‘টোটাল কুকি প্রোটেকশন’ সুবিধা চালু করেছে ফায়ারফক্স। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিভাইসে টোটাল কুকি প্রোটেকশনের সুবিধা পাওয়া যেত। তবে এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও স্বয়ংক্রিয় এই সুবিধা চালু করেছে ফায়ারফক্স। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস গোপনে সংগ্রহ করতে পারবে না।  

সম্প্রতি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুবিধায় নতুন তিনটি এক্সটেনশন আনে মজিলা ফায়ারফক্স। রিড-অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন ব্যবহারকারীদের দেবে ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এক্সটেনশনগুলোর মধ্যে ‘রিড-অ্যালাউড’ এক্সটেনশনটি ‘টেক্সট টু স্পিচ’ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের লেখা পড়ে শোনাবে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ও যারা চোখকে একটু আরাম দিতে চান, তাঁরা উপকৃত হবেন।

‘ফায়ারফক্স রিলে’ এক্সটেনশনটি ব্যবহার করে ই-মেইল আইডি গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুবিধা পাওয়া যাবে। ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের নিজস্ব ই-মেইলে পাঠানো হবে। এতে করে ব্যবহারকারী অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের ই-মেইল আইডি প্রকাশ না করেও নিজের কাজ চালিয়ে নিতে পারবেন।

‘ক্লিয়ার ইউআরএল’ এক্সটেনশনটি ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করে নেওয়া যাবে। ফলে অন্যকে সহজেই সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানো যাবে। আপাতত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেলেও শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমেও এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    নাসার সদরদপ্তরে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা 

    টুইটারে ব্লু টিক লুকিয়ে রাখার সুবিধা আসছে 

    মাস্ক নিজেই টুইটারের দাম অর্ধেকেরও নিচে নামালেন

    অ্যাপল মিউজিকে ত্রুটি, অদলবদল হয়ে যাচ্ছে প্লেলিস্ট

    টিকটক, টুইটার, ইনস্টাগ্রামের ‘বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত