Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

‘আর্লিং হালান্ড অমানুষ’

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৯:২৭

গতকাল ৫ গোল করেছেন আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। যেখানে হালান্ড একাই করেছেন ৫ গোল। ৫ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধে।

গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’ এএফসি আয়াক্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আর্লিং হালান্ড তার পঞ্চম গোল করেছে। ৫ গোল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে।’

 ৫ গোল করে গতকাল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।

গোল করতে যে পছন্দ করেন, তা হালান্ড নিজে জানিয়েছেন। বিটি স্পোর্টকে নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে গোল করা। অনেক গোল যে হয়েছে, তা আমি মনে করি না। আমি গোল করার চেষ্টা করছিলাম।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

    টি-টোয়েন্টিতে অধিনায়ক বদলে খেলবে আয়ারল্যান্ড

    কোহলিকে নিয়ে যে প্রশ্ন ভাইরাল

    বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রোনালদোর ক্লাবের 

    পেনাল্টির নিয়ম বদলানোয় ফরাসি গোলরক্ষকের খোঁচা

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের