সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আপাতত গ্রেপ্তার করা হচ্ছে না। আজ বুধবার গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ দেয় লাহোরের আদালত। এরই মধ্যে ইমরানের বাসভবন থেকে সরে গেছেন পুলিশ সদস্যরা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার আগ পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করা হবে না। আগামী ১৯ মার্চ পিএসএল’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঞ্জাবের অন্তর্বর্তী তথ্যমন্ত্রী আমির মির জানিয়েছেন, ইমরানকে গ্রেপ্তার করতে গেলে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। ফলে দেখা দেয় ব্যাপক ট্র্যাফিক জ্যাম। পরিস্থিতি বিবেচনায় গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ দেয় লাহোর হাইকোর্ট। কারণ ইমরানের বাড়ির অদূরেই পিএসএল’র ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।
তবে পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ইমরানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ বহাল দিয়েছে আদালত। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরির করা আবেদনের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
এদিকে ইমরানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশের খবরে তাঁর বাসভবনের কাছে হাজারো পিটিআই সমর্থক জমায়েত হয়েছে। রীতিমতো উৎসব করছেন দলের কর্মী-সমর্থকেরা। ইমরান খানও অভিনন্দন জানিয়েছেন সমর্থকদের।
গতকাল মঙ্গলবার বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় নিজ বাড়িতে ইমরানকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় পিটিআইয়ের কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বুধবার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো পিটিআই সমর্থকেরা ইমরানের বাসভবনের কাছে অবস্থান নেয়। বুধবার সকালের দিকেও পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ছে, যার প্রতিক্রিয়ায় পিটিআই ইট-পাটকেল ছুড়ছে সমর্থকেরা। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে