Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

গ্রেপ্তারের উদ্যোগ অবৈধ, তবু কারাগারে যেতে প্রস্তুত: ইমরান খান

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪:৪১

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার চেষ্টা ঘিরে পাকিস্তানে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। ছবি: এএফপি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার চেষ্টা ঘিরে পাকিস্তানে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। তবে গ্রেপ্তারের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইমরান। একই সঙ্গে গ্রেপ্তারের চেষ্টাকে সম্পূর্ণ বেআইনি বলছেন তিনি। 

ইমরান বলেন, ‘আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিনে আছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। আমার আইনজীবীরা আদালতে এ গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।’ 

সাবেক এই পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুত যে আমাকে কারাগারে রাত কাটাতে হচ্ছে। আমি জানি না কত রাত থাকতে হবে, তবে আমি মানসিকভাবে প্রস্তুত।’ 

ইমরানের দল পিটিআইয়ের কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: এএফপি গতকাল মঙ্গলবার বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় নিজ বাড়িতে ইমরানকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় পিটিআইয়ের কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বুধবার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো পিটিআই সমর্থকেরা ইমরানের বাসভবনের কাছে অবস্থান নিয়েছেন। বুধবার সকালের দিকেও পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ছে, যার প্রতিক্রিয়ায় পিটিআই ইট-পাটকেল ছুড়ছে সমর্থকেরা। সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশের পর এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রাহুল গান্ধীর কারাদণ্ড: বিরোধীদের ‘সিস্টেম্যাটিক’ ঐক্য চায় কংগ্রেস

    সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১১ জন নিহত

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

    ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

    রাহুল গান্ধীর কারাদণ্ড নিয়ে বিরোধীদের বৈঠক আজ

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু