পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে তাঁর জামান পার্কের বাসভবনে গিয়েছিল পুলিশ। তবে ইমরান খানকে গ্রেপ্তার করতে না পেরে তাঁরা ফিরে এসেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ইমরান খানকে গ্রেপ্তার করতে জামান পার্কে যায় ইসলামাবাদ পুলিশ। গ্রেপ্তার করতে না পেরে তাঁরা দুপুর দেড়টার দিকে ফিরে আসেন।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের সেকশন কোর্ট। সেই পরোয়ানা নিয়েই ইমরানের বাসভবনে যায় পুলিশ। ইমরানের বাসভবনে পুলিশ যাওয়ার পর বিপুলসংখ্যক নেতা-কর্মী বাসভবন ঘিরে থাকেন। প্রথমে পুলিশ বলে, তাঁরা ইমরান খানকে গ্রেপ্তার না করে ফিরে যাবে না। তবে শেষ পর্যন্ত পুলিশ ইমরান খানকে গ্রেপ্তার না করেই ফিরে যায়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের। এখানে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে