মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিশু-কিশোরদের উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। আগামী ১৮ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে ওয়ার্কশপটি। এতে সারা দেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ শিক্ষার্থী অংশ নেবে।
এই ওয়ার্কশপে শিশুরা মডেল রকেট বানানো শেখার পাশাপাশি রকেটের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে জানবে। এ ছাড়া রকেটের ইতিহাস, রকেট কীভাবে কাজ করে, সেই সঙ্গে কীভাবে গাণিতিক বিভিন্ন হিসাব-নিকেশের মাধ্যমে রকেট আকাশে উড়তে পারে—সে বিষয়ে শিশুরা এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবে। আয়োজনটিতে শিশুরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তিন ধরনের রকেট বানাবে। এগুলো হলো—মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকেল রকেট।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘শিশুদের মাঝে বিভিন্ন মজার প্রকল্প এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। এই ওয়ার্কশপের মাধ্যমে তারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাটিকস, কম্পিউটিং, প্রবলেম সলভিং মেথড, টিমওয়ার্ক ইত্যাদি হাতে-কলমে শিখতে পারবে।’
আয়োজনটিতে সহযোগিতায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটিতে অংশ নিতে ভিজিট করুন এই লিংকে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে