প্রযুক্তি ডেস্ক

প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করল একসময়ের স্মার্টফোন জায়ান্ট নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
পেক্কা লান্ডমার্ক আরও বলেন, ‘উৎপাদনক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা, ইন্ডাস্ট্রি ও সামাজিক পরিবর্তনে ডিজিটালের ব্যাপক সম্ভাবনা দেখছি আমি। আমাদের এখন শীর্ষ নেটওয়ার্কিং প্রযুক্তি সব খাতের গ্রাহক ও পার্টনারদের দরকার। আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে পাই, সেখানে নেটওয়ার্ক শুধু মানুষকে সংযুক্ত করবে না, সেই নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের সুযোগও বাড়িয়ে দেবে।’
নকিয়া জানিয়েছে, এত দিন ধরে প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক ধরন ছিল ‘বিটুসি’, অর্থাৎ বিজনেস টু কনজিউমার। এ থেকে পরিবর্তন করে ‘বিটুবি’ ধরন, অর্থাৎ বিজনেস টু বিজনেস হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তিনটি ধাপে নকিয়াকে একটি টেকসই ও লাভজনক উন্নয়নের পথে নিয়ে যাওয়া হবে।

প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করল একসময়ের স্মার্টফোন জায়ান্ট নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
পেক্কা লান্ডমার্ক আরও বলেন, ‘উৎপাদনক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা, ইন্ডাস্ট্রি ও সামাজিক পরিবর্তনে ডিজিটালের ব্যাপক সম্ভাবনা দেখছি আমি। আমাদের এখন শীর্ষ নেটওয়ার্কিং প্রযুক্তি সব খাতের গ্রাহক ও পার্টনারদের দরকার। আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে পাই, সেখানে নেটওয়ার্ক শুধু মানুষকে সংযুক্ত করবে না, সেই নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের সুযোগও বাড়িয়ে দেবে।’
নকিয়া জানিয়েছে, এত দিন ধরে প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক ধরন ছিল ‘বিটুসি’, অর্থাৎ বিজনেস টু কনজিউমার। এ থেকে পরিবর্তন করে ‘বিটুবি’ ধরন, অর্থাৎ বিজনেস টু বিজনেস হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তিনটি ধাপে নকিয়াকে একটি টেকসই ও লাভজনক উন্নয়নের পথে নিয়ে যাওয়া হবে।

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোন সিরিজটি উন্মোচন করা হয়। এই সিরিজের প্রধান আকর্ষণ ১২০ এক্স জুম সক্ষমতা।
১১ ঘণ্টা আগে
ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
৩ দিন আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
৩ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৫ দিন আগে