বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘আমি চাইনি ভারত আমাকে কাঁদতে দেখুক’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৪

ম্যাচ শেষে সানগ্লাস পরে এসেছিলেন হারমানপ্রীত। ছবি: সংগৃহীত নক আউট পর্বে ‘তীরে এসে তরী ডোবা’ ভারতীয় ক্রিকেট দলের যেন নিয়মিত চিত্র। বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাশাপাশি স্মৃতি মান্ধানা-হারমানপ্রীত কৌররাও জয়ের সম্ভাবনা তৈরি করে হেরে যান। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে জিততে হেরে যায় ভারতীয়রা। কান্না লুকোতে ম্যাচ শেষে তাই সানগ্লাস পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত।

কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭২ রান করে অস্ট্রেলিয়া নারী দল। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ খেলতে থাকে ভারত। ভারতের মেয়েদের শেষ ৫ ওভারে জিততে দরকার ছিল ৩৯ রান, হাতে ছিল ৫ উইকেট। তবু জিততে পারেনি ভারতীয়রা। ৮ উইকেটে ১৬৭ রানে থেমে যায় হারমানপ্রীতের বল। ম্যাচ শেষে কাছাকাছি গিয়ে হেরে যাওয়ার আক্ষেপ কাজ করেছে হারমানপ্রীতের। সানগ্লাস পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি চাইনি ভারত আমাকে কাঁদতে দেখুক। তাই আমি সানগ্লাস পড়েছি। প্রতিজ্ঞা করছি, আমরা আরও উন্নতি করব এবং এভাবে আমাদের দেশকে কখনো হারতে দেব না।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অজিরা। ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৮৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। অজিদের হেক্সা মিশনের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ। কেপটিউনে ২য় সেমিফাইনালে আজ খেলবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ওয়ানডে দিয়ে ফেরার অপেক্ষায় সাকিব 

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    ‘অভিনন্দন মুশফিক, চালিয়ে যা’

    মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০৩৪ শতাংশ বাড়ল

    টিভিতে আজকের খেলা (৮ জুন ২০২৩, বৃহস্পতিবার) 

    ৫৮ বছরের অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের

    ওয়ানডে দিয়ে ফেরার অপেক্ষায় সাকিব 

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী