Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট যাননি পারভেজ মোশাররফের জানাজায়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৩

গতকাল মঙ্গলবার বিকেলে জেনারেল পারভেজ মোশাররফের জানাজা অনুষ্ঠিত হয় করাচির মালির ক্যান্টনমেন্টের পোলো গ্রাউন্ডে। ছবি: এএফপি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জানাজায় যাননি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আরিফ আলভির কেউই। অংশ নেননি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আহমেদও। তবে কেন তাঁরা উপস্থিত ছিলেন না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জেনারেল পারভেজ মোশাররফের জানাজা অনুষ্ঠিত হয় করাচির মালির ক্যান্টনমেন্টের পোলো গ্রাউন্ডে। জানাজায় অংশ নেন ১০ হাজারের বেশি মানুষ। আত্মীয়-স্বজন থেকে শুরু করে রাজনীতিবিদ, দেশটির সাবেক সেনাপ্রধানও উপস্থিত হন। তবে উপস্থিত ছিলেন না বর্তমান প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। 

দীর্ঘ দিনের অসুস্থতার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ রোববার (৫ ফেব্রুয়ারি) মারা যান। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। 

মোশাররফের জন্ম অবিভক্ত ভারতের দিল্লিতে, ১৯৪৩ সালের ১১ আগস্ট। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। পরে ১৯৯৮ সালে মোশাররফ জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৯ বছর পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০১ সালে তিনি দেশটির দশম প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ২০০৮ সালের শুরু পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 

দীর্ঘ দিনের অসুস্থতার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান। ছবি: এএফপি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া মোশাররফ ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করেছিলেন। এর জন্য ২০১৪ সালের ৩০ মার্চ তাঁকে অভিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। 

পারভেজ মোশাররফ বিরল রোগ অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন। মানবশরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে অ্যামাইলয়েডোসিস রোগ হয়। এই রোগ হলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও টিস্যুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান সাবেক এই সেনাশাসক। এরপর আর তিনি পাকিস্তানে ফিরে আসেননি। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

    পাকিস্তানে হামলায় ইমরানের দলের নেতাসহ নিহত ১০ 

    ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার আশঙ্কায় নিউইয়র্কে নিরাপত্তা জোরদার

    পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলস হতে চেয়েছিলেন সাংবাদিক

    ট্রাম্পের সামনে বড় বিপদ স্টর্মি ড্যানিয়েলস

    স্মরণকালের দীর্ঘতম ঘূর্ণিঝড় আফ্রিকায়, মৃত্যু ৫০০ ছাড়াল

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড