রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

সমুদ্রের পানি থেকে সস্তায় হাইড্রোজেন জ্বালানি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬

সমুদ্রের নোনাপানি থেকে সস্তায় হাইড্রোজেন জ্বালানি উৎপাদন সম্ভব করেছেন বিজ্ঞানীরা। প্রতীকী ছবি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সমুদ্রের পানিকে ক্ষারযুক্ত বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন।

পৃথিবীর মানুষ এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বনমুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে সামনের বছরগুলোতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে। হাইড্রোজেন পোড়ালে পানি উৎপন্ন হয় বলে পরিবেশের কোনো ক্ষতির কারণ হয় না। 

গবেষকদের এই সাফল্য উপকূলীয় অঞ্চলে কম খরচে কার্বনমুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে।  

গবেষণা দলের সহ-প্রধান অধ্যাপক শিজং কিয়াও বলেন, ‘আমরা প্রায় শতভাগ দক্ষতার সঙ্গে সমুদ্রের পানিকে অক্সিজেন ও হাইড্রোজেন অণুতে আলাদা করতে পেরেছি। আমরা একটি বাণিজ্যিক ইলেকট্রোলাইজারে বিনা মূল্যের এবং সস্তা অনুঘটক ব্যবহার করে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেন তৈরি করেছি।’ 

বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে পানিকে অক্সিজেন এবং হাইড্রোজেন অণুতে আলাদা করার পদ্ধতিকেই ইলেকট্রোলাইসিস বলা হয়। 

ইলেকট্রোলাইসিস পদ্ধতি প্রয়োগের আগে সমুদ্রের পানি সাধারণত বিশুদ্ধ করার প্রয়োজন হয়। গবেষক দলটি জানিয়েছে, সাধারণত পানিতে প্লাটিনাম ও ইরিডিয়াম অনুঘটক প্রয়োগ করে পানি বিশুদ্ধ করে নিলে যে ফল পাওয়া যেত, একই ফলাফল ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে কোবাল্ট অক্সাইড ব্যবহার করে পাওয়া গেছে। 

স্বাদুপানির তুলনায় সমুদ্রের পানি থেকে অধিক পরিমাণে হাইড্রোজেন জ্বালানি পাওয়া সম্ভব। এ ছাড়া কোনো প্রকারের বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই হাইড্রোজেন জ্বালানি তৈরি করা সম্ভব হওয়ায় খরচও অনেকটা কমে আসবে।

গবেষক দলটির পরবর্তী লক্ষ্য হলো, একটি বৃহত্তর ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের পরিমাণ বাড়ানো। তাঁরা আশা করছেন, এই গবেষণা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    প্রাণীদের মধ্যে শুধু মানুষই কেন শৈশবের পরও দুধ খায়, কী বলছেন গবেষকেরা

    চীন প্রথমবারের মতো মহাকাশে বেসামরিক নাগরিককে পাঠাচ্ছে 

    মঙ্গলের মতো পরিবেশে এক বছর বসবাস

    নতুন উদ্ভাবন: বাতাসের আর্দ্রতাই হবে অফুরান বিদ্যুতের উৎস

    পনোমারেঙ্কো কি ‘টাইম ট্রাভেল’ করেছিলেন, অতীত ভ্রমণ কি সম্ভব

    সাড়ে ৪ হাজার বছর আগেও মানুষ চুমু খেত: গবেষণা

    বিশ্বসাহিত্য কেন্দ্রে আরও ৩৩৬০০ বই হস্তান্তর বিকাশের

    রাসিক নির্বাচন: ভোটের মাঠে দেখা নেই সব ম্যাজিস্ট্রেটের

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে