Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

‘এবারের ওমরাহ বিশেষ’, কিসের ইঙ্গিত দিলেন সানা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪

ওমরাহ পালন শেষে স্বামী আনাসের সঙ্গে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ছবি: ইনস্টাগ্রাম বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। সম্প্রতি স্বামী আনাসের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানা। এই ওমরাহ তাঁর জন্য একটু বিশেষ। ভক্তরা ধারণা করছেন, এ দম্পতি সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

দুটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’ 

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ছবি: ইনস্টাগ্রাম ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সানা। ভক্তদের ধারণা, সানা অন্তঃসত্ত্বা।

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ছবি: ইনস্টাগ্রাম তাই হয়তো ওমরাহতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন তিনি। জাইফ নামে একজন লিখেছেন, ‘তুমি মা হচ্ছ? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ হোসনা নামে একজন লেখেন, ‘আমরা বুঝতে পারছি আপনি অন্তঃসত্ত্বা, আপনার জন্য শুভকামনা।’ 

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও স্বামী আনাস। ছবি: ইনস্টাগ্রাম অবশ্য সানা খান কিংবা তাঁর স্বামী আনাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। 

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ছবি: ইনস্টাগ্রাম হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স–এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ছবি: ইনস্টাগ্রাম ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয় জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    চলে গেলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

    বীরের জন্মদিনে যা লিখলেন বুবলি

    যে সিনেমার রহস্যের জট ৫০ বছরেও খোলেনি

    রহমত উল্ল্যাহকে ‘বাটপার’ বললেন শাকিব খান

    শাকিব খান ডিবি কার্যালয়ে 

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড