Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সিরাজদিখানে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি বাসা থেকে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোয়াটারের একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শরিফুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে। উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোয়াটারের ব্যাচেলর হিসেবে থাকতেন শরিফুল ইসলাম। একই কক্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সঙ্গে থাকতেন। ছুটির দিনে ওবায়দুর বাড়ি গিয়েছিলেন। রোববার দুপুরের কক্ষে এসে শরিফুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মী ও আশপাশের লোকজনকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে সরেজমিনে দেখা যায়, কোয়াটারের কক্ষের ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন ওই কর্মকর্তা। তাঁর পা বিছানায় সঙ্গে লেগে আছে। পাশে একটি চেয়ার পড়ে থাকতে দেখা গেছে। 

পুলিশের উপস্থিতিতে কোয়াটারের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘আমি বৃহস্পতিবার আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আজকে (রোববার) দুপুরে আমার ব্লক থেকে কাজ শেষ করে বাসায় এসে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি আমার সহকর্মী ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। এরপর আমি সাথে সাথেই আমার সহকর্মীদের জানাই এবং আশপাশের মানুষজনকেও ডাক দেই।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র বলেন, ‘আমি পৌনে ৩টার দিকে মোবাইলে খবর পেয়ে কোয়াটারে আসি। এসে তাঁকে কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে আমি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ নামিয়ে নিয়ে যায়।’ 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    আয় বলতে সম্বল বড় ছেলের গানের গলা

    কালো আইন প্রয়োগ করে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার: ড. আব্দুল মঈন খান

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    বিএনপির ইফতারে সাংবাদিকদের মারধর, আওয়ামী লীগকে দুষলেন ফখরুল

    ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার