Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কনসার্টে কৈলাস খেরকে পানির বোতল ছুড়ে মারল শ্রোতা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:৩৫

কনসার্টে কৈলাস খের। ছবি: টুইটার ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পিতে গতকাল রোববার লাইভ অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় গায়ক কৈলাস খের। উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

কড়া নিরাপত্তার মধ্যেও দর্শক সারি থেকে পানির বোতল ছুড়ে মারা হয় কৈলাস খেরের দিকে। এরপর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। 

কৈলাস খের শুধু হিন্দি ভাষায় গান গাচ্ছিলেন। সেখানে উপস্থিত প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক কৈলাসকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। এরপরেও হিন্দি ভাষায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় গায়কের ওপর বোতল ছুড়ে মারা হয়। 

পুলিশের তথ্য অনুযায়ী, প্রদীপ (২২) ও সুরাহ (২১) নামে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। 

গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব, সমাপনী ছিল গতকাল। উৎসবের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাস খের ছাড়াও এতে আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা। 

 ২০০০ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় কৈলাস খেরের। এরপর ‘ওয়েসা ভি হোতা হ্যায় পার্ট ২’ সিনেমার ‘আল্লা কে বান্দে…’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘মঙ্গল পান্ডে’, ‘করপোরেট’ থেকে ‘বাহুবলী’র মতো সিনেমায় কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন কৈলাস।

 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    বেঙ্গালুরুতে পুরস্কৃত ‘নকশীকাঁথার জমিন’

    সন্তানদের জন্য বিপুল সম্পদ রেখে যেতে চান না ‘জেমস বন্ড’

    আয়রন ম্যানের চিবানো চুইংগামের দাম উঠেছে ৬০ লাখ টাকা

    বাইডেনের নৈশভোজে ব্ল্যাকপিংক

    সমাজে প্রশ্ন করার, দ্বিমত করার জায়গা থাকতে হবে: ফারুকী

    ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    লিফটের গর্তে শিশুর লাশ: ভবন মালিকের বিরুদ্ধে মামলা

    তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক: আসক

    সাকিবরা আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না সংশয় পাপনের

    আয় বলতে সম্বল বড় ছেলের গানের গলা