Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বিপিএলে কেন আচরণবিধি ভাঙছেন ক্রিকেটাররা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:০৫

আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন নুরুল হাসান সোহান।ছবি: সৌজন্য ছবি খুলনার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস গত পরশু দুবার আম্পায়ারের দিকে তেড়ে গেছেন। মোস্তাফিজুর রহমানের বল ‘নো’ ডাকেন আম্পায়ার। এ নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে ইমরুলের কিছুক্ষণ তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

বিপিএলে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নতুন নয়। কিন্তু এতে হুটহাট কড়া প্রতিক্রিয়া দেখানোর ঘটনা এবার একটু যেন বেশিই হচ্ছে। এতে শাস্তির মুখেও পড়েছেন কেউ কেউ। দুবার জরিমানা গুনেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর ১ পয়েন্ট হলেই সোহান এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।

ঢাকায় প্রথম পর্বে আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তুষ্টি প্রকাশ করে সাকিব আল হাসান যেভাবে তেড়ে গিয়েছিলেন মাঠের দিকে, সেটি নিয়েও কম আলোচনা হয়নি। বিপিএলে ক্রিকেটাররা কেন ঘন ঘন মেজাজ হারাচ্ছেন কিংবা আচরণবিধি ভঙ্গের কাজ করছেন, গত পরশু সংবাদ সম্মেলনে সেটির ব্যাখ্যায় কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস বলছিলেন, ‘মাঠের ভেতরে অনেক কিছুই হয়। সবাই উত্তেজিত থাকে, সবাই নিজের দলকে জেতাতে চায়। অনেক সময় আমাদেরও ভুল হয়। খেলোয়াড়েরা মাঠে দেখে যে রকমভাবে, সেটা নাও হতে পারে।’

এবারও বিপিএলে ডিআরএস না থাকায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিকল্প যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটা সমাধানের চেয়ে মাঠে সংশয় আর বিতর্কই বাড়িয়েছে। এই বিকল্প ডিআরএস নিয়ে মন্তব্য করে এরই মধ্যে জরিমানা গুনেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতো ঘরোয়া ক্রিকেটের সফল কোচও।

বিষয়টি নিয়ে কদিন আগে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আইসিসি থেকে আমাদের কাছে আসা রিপোর্টে আম্পায়ারদের সঠিক ও ভুলের যে শতাংশ দেখি, সেখানেও তো শতভাগ সঠিক সিদ্ধান্ত দেখা যায় না। আইসিসির ইভেন্টে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও ভুল সিদ্ধান্ত হচ্ছে। শতভাগ সঠিক চাইলে রোবট দিয়ে আম্পায়ারিং করাতে হবে। (বিপিএলে) ডিআরএস থাকলে ভুল সিদ্ধান্ত হতো না কিংবা শতভাগ সঠিক সিদ্ধান্ত হতো, এ ধারণাও ভুল। খেলোয়াড়দের অনেকেই নিয়ম না বুঝেই মন্তব্য বা প্রতিক্রিয়া দেখাচ্ছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     
    ভোটের মাঠে

    কুমিল্লা-২: মেরীর মুখোমুখি খন্দকার মোশাররফ

    ফ্লাইটে প্রবাসীর মৃত্যু: বৈমানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান

    কিশোরগঞ্জে বেড়েছে জলবসন্তের রোগী

    নদী ভরাট করে মাঠ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অস্থিরতার মূলে স্বার্থ ও নিয়োগ-বাণিজ্য

    আরেকটি ধবলধোলাইয়ের হাতছানি বাংলাদেশের

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    বিএনপির ইফতারে সাংবাদিকদের মারধর, আওয়ামী লীগকে দুষলেন ফখরুল