Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বিএনপির পদযাত্রার আগে রাজধানীতে আ.লীগের ‘শান্তি সমাবেশ’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৩:২১

রাজধানীর উত্তরায় শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। ছবি: আজকের পত্রিকা বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের ‘শীত বস্ত্র ও শান্তি সমাবেশ’–এ যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা–কর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।

সরেজমিনে দেখা যায় উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

এ দিকে শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জামাত, শিবির, রাজাকার, হুঁশিয়ার সাবধান’–এর মতো স্লোগান দিতে শোনা যায়।

সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে যোগ দিয়েছেন তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে সব ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের শান্তি সমাবেশ। আমরা এখান থেকে সারা দেশে শান্তি ছড়িয়ে দিতে চাই। সব ষড়যন্ত্রের জবাব দিতে চাই।’

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোজাম্মেল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম।

এ দিকে ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার থেকে রাজধানীতে চার দিনের পদযাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। আজ রাজধানীর বাড্ডা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বেলা দুইটায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বিএনপি থেকে বহিষ্কার শওকত মাহমুদ

    ১/১১ সরকার বাংলার মাটিতে কায়েম হতে দেওয়া হবে না: নানক

    মনে হচ্ছে দেশটা এখন আ. লীগের পৈতৃক সম্পত্তি: মির্জা ফখরুল 

    শর্ত দিয়ে জরুরি সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল: খন্দকার মোশাররফ

    বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে: কাদের

    আওয়ামী লীগ দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছে: মির্জা ফখরুল

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড